কনফার্ম খবর! এবার এই জনপ্রিয় রুটে ছুটবে অতিরিক্ত স্পেশাল EMU, আত্মহারা নিত্যযাত্রীরা

বাংলাহান্ট ডেস্ক: ভারতে রেলের (Indian Railways) গুরুত্ব অপরিসীম। আজ দেশের প্রত্যেকটি প্রান্তে পৌঁছে গেছে রেললাইন। যাত্রীদের কাছে রেল মানেই এক নিশ্চিন্ত ও নিরাপদ যাত্রার সেরা মাধ্যম। বিভিন্ন উৎসব ও পার্বণ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ভারতীয় রেল (Indian Railways) স্পেশাল ট্রেন চালিয়ে থাকে।

হাওড়া-তারকেশ্বর লাইনে ভারতীয় রেলের (Indian Railways) স্পেশাল ট্রেন

পুণ্যার্থীদের কথা ভেবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষেও চালানো হয় স্পেশাল ট্রেন। এবার শ্রাবণী মেলা উপলক্ষে স্পেশাল EMU ট্রেন চালানোর ঘোষনা করল পূর্ব রেল (Eastern Railway)। জানা যাচ্ছে, হাওড়া-তারকেশ্বর (Howrah-Tarakesawr) শাখায় ১২ টি স্পেশাল EMU ট্রেন চালাবে রেল। পাশাপাশি শ্রাবণী মেলা উপলক্ষে স্পেশাল EMU ট্রেন চালানো হবে শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যেও।

আরোও পড়ুন : ৮৪ লাখের চাকরি ছেড়ে ধোপার কাজ! আজ ১০০ কোটি সংস্থা IIT প্রাক্তনীর! কীভাবে হল জানেন?

এই স্পেশাল ট্রেনগুলি চলবে জুলাই ও আগস্ট মাসে। রেল সূত্রে খবর, এই স্পেশাল EMU ট্রেন রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চলবে। এই স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বরের দিকে ভোর ৪টে ৫ মিনিট এবং দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ ছাড়বে। সকাল ১০টা ৫৫ মিনিট এবং রাত ৯টা ১৭ মিনিটে ফিরতি পথে ছাড়বে তারকেশ্বর থেকে। 

আরোও পড়ুন : ভুল UPI অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলেছেন? নো চিন্তা! জাস্ট একটা ফোনেই হবে মুশকিল আসান

এছাড়াও স্পেশাল EMU ট্রেন চলাচল করবে শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যেও। সকাল ৬টা ৫৫ মিনিটে, ৯টা ২০ মিনিট, বিকেল ৪টে ২০ মিনিট, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এই স্পেশাল ট্রেন ছাড়বে শেওড়াফুলি থেকে। ফিরতি পথে ট্রেনগুলি ছাড়বে সকাল ৫টা ৫৫ মিনিট, ৮টা ১০ মিনিট, দুপুর ২টো ৫০ মিনিট, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে।

1659456777 tarakeswarjpg

জানা যাচ্ছে, শ্রাবণী মেলা উপলক্ষে এই স্পেশাল ট্রেন (Special Train) চলবে শনি, রবি ও অন্যান্য উৎসবের দিনগুলিতে। এই স্পেশাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে ১৭ই জুলাই থেকে। এরপর এই স্পেশাল EMU ট্রেন চালানো হবে ২১ জুলাই, ২২ জুলাই, ২৮ জুলাই, ২৯ জুলাই, ৪ অগস্ট, ৫ অগস্ট, ১১ অগস্ট, ১২ অগস্ট, ১৫ অগস্ট, ১৮ অগস্ট এবং ১৯ অগস্ট তারিখে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর