বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) উদ্যোগে দুর্গাপুজোয় সেজে উঠবে লোকাল ট্রেনের কামরা। ইতিমধ্যেই কামরার ভেতর রঙিন ছবি লাগানোর কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, সাধারণভাবে আমরা যে রূপে লোকাল ট্রেনকে দেখি, তার থেকে কিছুটা হলেও ভিন্ন রূপে ধরা দেবে উৎসবের সময়।
বারাসাত ডিপোয় শুরু হয়েছে ট্রেনের কামরার মধ্যে রঙিন ছবি লাগানোর কাজ। গ্রামীণ জীবন থেকে চাষবাস, সবকিছুই ফুটে উঠবে এই ছবির মধ্যে দিয়ে। এমনকি এই ছবিগুলির মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হবে রেলের ঐতিহ্য। অন্যদিকে, রেল সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য বছরের মতো এ বছরও অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে দুর্গাপুজোর সময়।
সারারাত চলবে লোকাল ট্রেন। জেলা থেকে বহু মানুষ কলকাতায় ঠাকুর দেখতে আসেন। কিন্তু তারপর বাড়ি ফেরার সময় তাদের একমাত্র ভরসা লোকাল ট্রেন। তবে রাত হয়ে গেলেও আর চিন্তা থাকবে না। ট্রেনে করে নিশ্চিন্তে ফিরতে পারবেন বাড়ি। পুজোর আগে বেশ পরিবর্তন আসছে স্টেশনগুলিতে।
আরোও পড়ুন : প্রেমের বিয়ে মানেনি পরিবার! টাকা,গয়না নিয়ে স্বামী চম্পট দিতেই যা করলেন বধূ….শুনে ‘থ’ হয়ে যাবেন
অন্যদিকে, এলইডি (Light-emitting diode) আলো বসানো হচ্ছে ট্রেনে। রক্ষণাবেক্ষণ এর ডিপোগুলিতে এই সাজসজ্জার কাজ চালানো হচ্ছে। নারকেলডাঙা, বারাসত, সোনারপুর এবং রানাঘাট, শিয়ালদার এই চারটি ডিপোয় চলবে সাজসজ্জার কাজ। প্রায় সব শাখার ট্রেনকেই নতুন ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে রেল।
আরোও পড়ুন : বদলে যাবে ভবিষ্যৎ, ডলার ছেড়ে এবার ভারতীয় মুদ্রায় তেল কিনল নয়া দিল্লি! টাকায় লেনদেন UAE-র সঙ্গে
রেল সূত্রে খবর, বাহারি এলইডি আলোয় সাজানো থাকবে ট্রেনের বগি। এছাড়াও চালক ও গার্ডের কেবিনের উইন্ড স্ক্রিনে ঘুরতে থাকবে আলোক মালা। ট্রেনের সামনে ও পেছনে জ্বলবে গোলাকৃতির নীল আলো। শিয়ালদার পাশাপাশি হাওড়াতেও এইভাবে সাজিয়ে তোলা হচ্ছে ট্রেনকে। পুজোর দিনগুলোতে ট্রেনে উঠলে মুগ্ধ হবেন আপনিও।
শিয়ালদার জনসংযোগ আধিকারিক সহকারী কমার্শিয়াল ম্যানেজার হরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে বলেছেন, “স্টেশন ও তার সংলগ্ন অনেক কিছু নতুনভাবে সাজিয়ে তোলা হয় পুজোয়। এবার পুজোর সময় ট্রেনকেও সাজিয়ে তোলা হবে। সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ডিপোগুলিতে।”