হঠাৎই বাতিল ১২২ টি লোকাল! নিত্যযাত্রীদের মাথায় হাত, প্রকাশ্যে এল বড়সড় কারণ

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি ওড়িশার বালেশ্বরে ঘটে যাওয়া বিরাট ট্রেন দুর্ঘটনার ভয়াবহ রূপ দেখেছিল সারা দেশ। বালেশ্বরের কাছে বাহানাগা স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল তিন তিনটি ট্রেন। লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি বগি, হাওড়া-বেঙ্গালুরু সুপারফাস্টের ৩-৪টি বগি ও মালগাড়ির কয়েকটি কামরাও লাইনচ্যুত হয়েছিল এই দুর্ঘটনায়। 

সূত্রের খবর, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা পৌঁছেছিল প্রায় ৩০০-র কাছাকাছি এবং আহত হয়েছিলেন বহু। এই ঘটনায় ভারতীয় রেলের (Indian Railways) গাফিলতির অভিযোগ ওঠার পর থেকেই আরও সতর্ক হয়ে ওঠে ভারতীয় রেল। তারফলে জুনের পর থেকে প্রায় প্রতিদিনই দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন লাইনে মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে যাত্রীদের সুরক্ষা বৃদ্ধি করতে।

আরোও পড়ুন : ইনস্টাগ্রামে অজস্র ফলোয়ার থাকার জের! সন্তানদের সামনেই স্ত্রীকে নৃশংস ভাবে খুন স্বামীর

আর এই সুরক্ষার কথা ভেবে ফের যাত্রীদের দুর্ভোগের খবর দিল দক্ষিণ পূর্ব রেল। এবার থার্ড লাইনে কাজের জন্য খুরদা ডিভিশনে (Khurda Railway Division) বাতিল করা হয়েছে বহু ট্রেন। রেল একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, খুরদা ডিভিশনে থার্ড লাইনের কাজের জন্য আগামী ১৫ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মোট ১২২টি ট্রেন ক্যান্সেল করা হয়েছে।

আরোও পড়ুন : বড় সমস্যার মুখোমুখি BCCI! দুশ্চিন্তা দূর করতে ভারতীয় দলে নিজের জায়গা হারালেন কোহলি

তবে যে বাতিল হয়েছে তা কিন্তু নয় এই ট্রেন গুলি বাতিলের জেরে ওই লাইনে চলাচল করা অসংখ্য ট্রেনের সময়সূচি ও পৌঁছনোর সময়েও বড়সড় পরিবর্তন হবে। সেইকারণে, প্রায় ১২৮টি ট্রেন এর জেরে প্রভাবিত হতে চলেছে বলে জানা গেছে। ফলে, সবমিলিয়ে নিত্যযাত্রীদের দুর্ভোগ বাড়তে চলেছে।

Railways has announced a special train for visiting North Bengal

প্রসঙ্গত উল্লেখ্য, দেশের কোটি কোটি মানুষ ভারতীয় রেল ছাড়া একপ্রকার অচল। একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে যাতায়াতের জন্য সবচেয়ে সস্তা মাধ্যম হল ট্রেন। ট্রেনের করেই প্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের কর্মস্থলে পৌঁছন। সেক্ষেত্রে, সপ্তাহের শুরুর দিকেই ট্রেন বাতিলের খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত আমজনতা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর