শীঘ্রই দেশকে বড় উপহার দিতে চলেছে ভারতীয় রেল! প্রথমবার ট্র্যাকে চলবে এই বিশেষ ট্রেন

বাংলা হান্ট ডেস্ক: শীঘ্রই দেশকে একটি বড় উপহার দিতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। প্রাপ্ত খবর অনুযায়ী জানা গিয়েছে এবার, সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) আদলে সুপারফাস্ট পণ্যবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এই বিষয়ে, রেলওয়ে বোর্ড গত ১১ অক্টোবর আঞ্চলিক রেলওয়ের জেনারেল ম্যানেজারদের কাছে একটি চিঠিও লিখেছিল।

বোর্ডের ওই চিঠিতে বলা হয়েছে যে, এই ট্রেনের নাম হবে “ফ্রেট ইএমইউ” (Freight EMU)। চিঠিতে আরও জানানো হয়েছে যে, কিছু সম্ভাব্য গ্রাহকদের সাথে আলোচনার ভিত্তিতে, প্রথম পরিষেবাটি দিল্লি-এনসিআর এবং মুম্বাইয়ের মধ্যে চালু করা হবে। মূলত, ওই ট্রেনটি সুপারফাস্ট পার্সেল সার্ভিস হিসেবে কাজ করবে। এমতাবস্থায়, এই ট্রেন চালানোর উদ্দেশ্য হল দামি পণ্যের চালানগুলিকে সময়ের মধ্যে সেগুলির গন্তব্যে পরিবহণ করা।

ট্রেনটির বৈশিষ্ট্য: জানা গিয়েছে, এই বিশেষ ট্রেনে কোনো জানালা থাকবে না। পাশাপাশি, এতে ২৬৪ টন ধারণক্ষমতা সহ মোট ১৬ টি কোচ থাকবে। এদিকে, ট্রেনটির সমস্ত কোচ আলাদা থাকবে যাতে বিভিন্ন পার্সেল কোম্পানি সেগুলিকে ভাড়ায় নিতে পারে। অপরদিকে, লোড এবং আনলোড করার জন্য ১,৮০০ মিমির স্বয়ংক্রিয় স্লাইডিং দরজাও থাকবে। এছাড়াও, কোচের মধ্যে একটি বিশেষ তাপমাত্রা বজায় রাখা হবে, যাতে ফল ও সবজি নষ্ট না হয়ে যায়।

এই প্রসঙ্গে সূত্র অনুযায়ী জানা গিয়েছে, চেন্নাই-ভিত্তিক যে ইন্টিগ্রেটেড ভেহিকেল ফ্যাক্টরি, বন্দে ভারত ট্রেনের জন্য কোচ তৈরি করে, সেখান থেকেই আগামী ডিসেম্বরের মধ্যে “মালবাহী ইএমইউ” রেক তৈরি হতে পারে।

আসছে পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস: এদিকে, জানা গিয়েছে দেশে শীঘ্রই চালু হতে পারে পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস। রেল মন্ত্রক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চেন্নাই-বেঙ্গালুরু-মহীশূর রুটে চলবে এই ট্রেনটি। এমতাবস্থায়, এটাই হবে দক্ষিণ ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। মনে করা হচ্ছে যে, আগামী মাসে অর্থাৎ নভেম্বরেই এই ট্রেনের চলাচল শুরু হতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর