বছরশেষে যাত্রীদের মাথায় হাত! দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল,দেখে নিন তালিকা

Published on:

Published on:

Indian Railways many South Eastern Railway trains cancelled at the end of the year
Follow

বাংলা হান্ট ডেস্ক: বছর শেষে যাত্রীদের জন্য দুঃসংবাদ। কারণ ১৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত খড়্গপুর ও আদ্রা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করল রেল কর্তৃপক্ষ (Indian Railways)। এই প্রসঙ্গে একটি নির্দেশিকা জারি করেছে দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে। সংস্কারের কাজের জন্য আগামী কয়েক দিন খড়্গপুর ও আদ্রা  ডিভিশনের একাধিক ট্রেন বাতিল থাকবে। তবে এর ফলে যাত্রীদের যে সমস্যার মুখে পড়তে হবে তা মনে করা হচ্ছে।

বছরশেষে দক্ষিণ-পূর্ব রেলের বহু ট্রেন বাতিল, ভোগান্তি যাত্রীদের (Indian Railways)

ডিসেম্বর পড়লেই সকলের কোথাও না কোথাও ঘুরতে যায়। তবে খড়্গপুর ও আদ্রা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল থাকার ফলে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হবে তা মনে করা হচ্ছে। পাশাপাশি নিত্যযাত্রীদেরও এই ভোগান্তির শিকার হতে হবে। এবার দেখে নিন এই কয়েকদিন খড়্গপুর ও আদ্রা ডিভিশনের কোন ট্রেন গুলো বাতিল থাকছে (Indian Railways)।

Indian Railways many South Eastern Railway trains cancelled at the end of the year

আরও পড়ুন: মেধা থাকলে চিন্তা নেই, রাজ্য সরকারের ‘যোগ্যশ্রী’ প্রকল্পে মিলবে ফ্রি কোচিং থেকে আর্থিক সহায়তা

খড়্গপুর ডিভিশনে কোন ট্রেনগুলি বাতিল?

১) ৬৮৪০৭/৬৮৪০৮ বালেশ্বর-ভুবনেশ্বর-বালেশ্বর মেমু এক্সপ্রেস (১৬ থেকে ২৮ ডিসেম্বর)

২) ৬৮০৫১/৬৮০৫২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু (২১ থেকে ৩০ ডিসেম্বর)

৩) ১৮০৩৭/১৮০৩৮ খড়্গপুর-জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর এক্সপ্রেস (২৪ ডিসেম্বর)

৪) ৬৮০৪৯/৬৮০৫০ খড়্গপুর-ভদ্রক-খড়্গপুর মেমু (২১ থেকে ৩০ ডিসেম্বর ভদ্রকের পরিবর্তে বালেশ্বর পর্যন্ত চলবে)

আদ্রা ডিভিশনে কোন ট্রেনগুলি বাতিল?

১) ৬৮০৪৫/৬৮০৪৬ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার (১৬ ডিসেম্বর)

২) ৬০৫৩/৬৮০৫৪ আদ্রা-বরাভূম-আদ্রা মেমু প্যাসেঞ্জার (২১ ডিসেম্বর)

৩) ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার (১৬ ও ২০ ডিসেম্বর)

তবে নিত্যযাত্রীদের অভিযোগের ভিত্তিতে রেলের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল শীতের মরশুমে এই ধরনের কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর ফলে যাত্রীরা সমস্যা সম্মুখীন কিছুটা হলেও হতে পারে। বিশেষ করে যারা প্রতিদিন অফিস বা ব্যবসার কাজে আদ্রা ডিভিশন থেকে ট্রেনে যাতায়াত করেন তাদের পকেট ও সময় দুই দিকে চাপ বাড়বে। যার কারণবশত বহু যাত্রীকে বাধ্য হয়ে বিকল্প পরিবহনের উপর নির্ভর হতে হচ্ছে (Indian Railways)।