কয়েক ঘণ্টার মধ্যেই সেরে উঠল বন্দে ভারত এক্সপ্রেস, মোষের মালিকের বিরুদ্ধে FIR রেলের

বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার সকালে মুম্বই থেকে আহমেদাবাদগামী দ্রুতগতির বন্দে ভারত ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। ট্রেনটি ভাইভা এবং মণিনগর স্টেশনের কাছে মোষের পালের সাথে সংঘর্ষ এর শিকার হয়। এ দুর্ঘটনায় ট্রেনের সামনের অংশ ভেঙে যায় এবং চারটি মহিষ মারা যায়। এই দুর্ঘটনা ঘটার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ট্রেনটিকে মেরামত করে ফেলল রেল কর্তৃপক্ষ।

যদিও সংবাদমাধ্যমের ছবিতে দেখা গেছে এই দ্রুতগতির ট্রেনটির সামনের অংশটি খুলে এসেছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে যে বন্দে এক্সপ্রেস ট্রেনটির নাকের অংশটি এমন ভাবে গঠিত হয়েছে যাতে কোনো দুর্ঘটনার ফলে যন্ত্রাংশের ক্ষতি না হয়। অন্যদিকে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) মহিষের মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ভাইভা রেলওয়ে স্টেশনে RPF পরিদর্শক প্রদীপ শর্মা বলেছেন যে এফআইআরটি রেলওয়ে আইন, 1989 এর 147 ধারার অধীনে নথিভুক্ত করা হয়েছে, যা রেলওয়ের যে কোনও অংশে অননুমোদিত প্রবেশ এবং তার সম্পত্তির অপব্যবহারের সাথে সম্পর্কিত। তবে এখন পর্যন্ত মহিষগুলোর মালিকদের শনাক্ত করতে পারেনি রেলওয়ে পুলিশ।

jpg 20221006 184112 0000

রেলওয়ের সিপিআরও সুমিত ঠাকুর বলেছেন যে গ্রামবাসীদের তাদের গবাদি পশু ট্র্যাকের কাছে না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান যে পশ্চিম রেলওয়ে গান্ধীনগর-আমেদাবাদ সেকশনে ট্রেনের গতি 160 কিলোমিটার প্রতি ঘণ্টায় বাড়ানোর এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে বেড়া দেওয়ার কাজ করবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর