বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গেল উৎসবের মরশুম। আজ মহালয়া, আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে নবরাত্রি। এক সপ্তাহ পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই সময়ে সকলেই কমবেশি থাকেন ছুটির মেজাজে। ট্রেনের (Indian Railways) টিকিটের চাহিদাও তাই ওঠে তুঙ্গে। তবে এবার যাত্রীদের জন্য এল এক দারুণ সুখবর। নতুন জিএসটি রেট কার্যকর হতেই একগুচ্ছ সুবিধা পেতে চলেছেন ভারতীয় রেলের (Indian Railways) যাত্রীরা।
ভারতীয় রেলওয়েতে (Indian Railways) কমছে রেল নীর এর দাম
আগামীকাল থেকেই কার্যকর হচ্ছে নেক্সট জেনারেশন জিএসটি। আর তাতেই দাম কমেছে বিভিন্ন পণ্যের, যার মধ্যে অন্যতম ‘রেল নীর’। জিএসটি সংস্কারের পর দাম কমেছে রেল নীর (Rail Neer) জলের বোতলের। ভারতীয় রেলের (Indian Railways) তরফে সম্প্রতি ঘোষণা করা হয়েছে, নতুন জিএসটি রেট অনুযায়ী এবার থেকে রেল নীরের এক লিটার জলের বোতলের দাম পড়বে ১৪ টাকা। আগে এই দাম ছিল ১৫ টাকা।
কত হবে নতুন দাম: অন্যদিকে ৫০০ মিলি রেল নীর বোতলের দাম আগে ছিল ১০ টাকা। এখন তা হয়েছে ৯ টাকা। উল্লেখ্য, রেলের (Indian Railways) জেনারেল ম্যানেজার এবং আইআরসিটিসির সিএমডির উদ্দেশে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে রেল নীরের।
আরও পড়ুন : বাজারে খাস পদ্মার রুপোলি শষ্য, শারদীয়ায় ভাতের পাতে জমে উঠুক ইলিশ পাতুরি, রইল সহজ রেসিপি
কবে থেকে শুরু হয় সরবরাহ: ভারতীয় রেলের (Indian Railways) একটি সিগনেচার পণ্য হল রেল নীর। স্বাস্থ্যকর পানীয় নীল প্যাকেটজাত অবস্থায় রেল নীর নামে। ২০০৩ সালে পশ্চিম দিল্লির নাঙ্গলোইতে তৈরি হয় প্রথম প্ল্যান্ট। প্রথমে রাজধানী এবং শতাব্দীতে পানীয় জল সরবরাহের পর অন্যান্য ট্রেনেও (Indian Railways) শুরু হয়।
আরও পড়ুন : লাটে উঠবে পুজোর শপিং! পুজোর মুখেও ভাসবে কলকাতা, কতদিন চলবে দুর্যোগ?
রেল নীর ছাড়াও আইআরসিটিসি বা ভারতীয় রেলের অনুমতি প্রাপ্ত অন্য ব্র্যান্ডের জলের বোতল স্টেশন চত্বরে বিক্রি হয়। সেগুলির দামও ১৫ টাকা থেকে কমিয়ে ১৪ টাকা করার পরামর্শ দেওয়া হয়েছে।