চলতি বছরে চলেছে একের পর এক স্পেশাল! যাত্রীদের চাহিদা মেটানোতে রেকর্ড পূর্ব রেলের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশের পরিবহণ ক্ষেত্রে ভারতীয় রেলের অবদান অনস্বীকার্য। প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন রেলের মাধ্যমে। ভারতীয় রেলের নেটওয়ার্ক পৌঁছে গেছে গ্রাম থেকে মফস্বল সব জায়গায়। এই অবস্থায় রেল আরও নিজেদের আধুনিক করার চেষ্টা চালাচ্ছে। রেলের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে উন্নত যাত্রী পরিষেবা দেওয়ার লক্ষ্যে।

বিভিন্ন উৎসব পার্বণে রেলের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। ভারতীয় রেল তাই যাত্রীদের আরো বেশি পরিষেবা দিতে একাধিক স্পেশাল ট্রেন চালিয়ে থাকে। আপনি জানেন পূর্ব রেলের পক্ষ থেকে চলতি বছর কতগুলি স্পেশাল ট্রেন চালানো হয়েছে? যাত্রী চাপ সামাল দিতে রেল একাধিক উদ্যোগ নিয়ে থাকে।

আরোও পড়ুন : ৫০০০ টাকা দেবে রাজ্য সরকার, তাও বছরে দু’বার! দেখুন, পশ্চিমবঙ্গে কারা এই স্কিমে উপকৃত হবেন

তার মধ্যে অন্যতম হল স্পেশাল ট্রেন চালানো। জানা যাচ্ছে চলতি বছর পূর্ব রেল ৩৭০ টি স্পেশাল ট্রেন চালিয়েছে। এই স্পেশাল ট্রেনগুলির ফলে মিটেছে বিশাল সংখ্যক যাত্রী চাহিদা। বিশেষ উৎসব ও পার্বণের দিনে এই স্পেশাল ট্রেনগুলি যাত্রীদের পৌঁছে দিয়েছে গন্তব্যে। এছাড়াও শ্রাবণী মেলা উপলক্ষ্যে পূর্ব রেল জুলাই এবং আগস্ট মাসে চালিয়েছে ২২টি স্পেশাল ট্রেন।

আরোও পড়ুন : এক্কেবারে লাটে উঠবে পড়া! বদলাচ্ছে পুজোর ছুটির সময়, প্রাথমিক-মাধ্যমিকের ক্লাসে বাড়ছে বৈষম্য

এছাড়াও সেপ্টেম্বর মাস থেকে দুর্গাপুজো, দীপাবলি উপলক্ষে স্পেশাল ট্রেন চালানো হয়েছে। পূর্ব রেল বড়দিন ও নতুন বছরে ৬২টি স্পেশাল ট্রেন চালিয়েছে। শিয়ালদহ, হাওড়া, মালদা এবং আসানসোল বিভাগে হোলি উপলক্ষে চল্লিশটি স্পেশাল ট্রেন চালানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে।

indiantraincrbelurashokflickr 1200x900

পূর্ব রেল এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত যাত্রী পরিষেবা সামাল দিতে নিউ জলপাইগুড়ি –শিয়ালদা, হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি -হাওড়া ,হাওড়া –রাক্সল, রাক্সল-হাওড়া ,দুমকা-রাঁচি এবং কলকাতা-পুরী, পুরী-কলকাতা-এর মতো রুটগুলিতে শুরু করেছে ৯২ টি স্পেশাল ট্রেন পরিষেবা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X