ট্রেনে আর নির্দিষ্ট সীমার বেশি লাগেজ নেওয়া যায় না, ধরা পড়লে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা

বাংলাহান্ট ডেস্ক: খরচ বাঁচিয়ে আরামদায়ক সফরের জন্য ট্রেনের (Indian Railways) বিকল্প নেই বললেই চলে। শুধু তাই নয়, বিমানের মতো ট্রেনে বেশি লাগেজের জন্য অতিরিক্ত টাকা গুনতে হয় না। কিন্তু ট্রেনে সর্বোচ্চ কত কেজি মালপত্র নেওয়া যায়? ট্রেনে মালপত্র নেওয়ার ক্ষেত্রে নিয়মে কিছু পরিবর্তন এনেছে রেল। জেনে নিন এই নিয়ম কী বলছে।

indian railways train main

অনেকেই দূরপাল্লার কোথাও সফর করলে ট্রেন বোঝাই করে মালপত্র নিয়ে যান। এতে সমস্যায় পড়েন অন্যান্য যাত্রীরা। এই জিনিস রুখতে ব্যবস্থা নিয়েছে রেল। লাগেজ বহনের সীমা নির্ধারণ করেছে রেল। এখন ট্রেনের কামরার ভিতর নির্ধারিত পরিমাণের লাগেজই নিয়ে যাওয়া যায়। বিমানের মতো ট্রেনেও নির্দিষ্ট পরিমাণ ওজনের মালপত্র নিয়ে উঠতে দিচ্ছে রেল।

এই নিয়ম অনুযায়ী, ট্রেনে লাগেজ বহনের সীমা কোচ ভিত্তিক আলাদা রয়েছে। যেমন স্লিপার ক্লাসে বহন করা যায় ৪০ কেজি পর্যন্ত লাগেজ। এসি ২ টিয়ারে নেওয়া যায় ৫০ কেজি পর্যন্ত লাগেজ। একইভাবে এসি ফার্স্ট ক্লাসের যাত্রীরা নিতে পারেন সর্বোচ্চ ৭০ কেজি লাগেজ।

luggage indian train

যদিও এসি টু-টিয়ার থেকে স্লিপার ক্লাস অবধি লাগেজের উপর ১০ কেজি ছাড় দেওয়া হয়েছে। ফার্স্ট ক্লাসে ১৫ কেজি অবধি ছাড় দেওয়া হয়েছে। এর বেশি লাগেজ নিলে যাত্রীকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। কিন্তু আপনি যদি বেশি পরিমাণের মালপত্র নিতে চান, তাহলে আপনাকে আগে থেকেই আপনার লাগেজ ট্রেনের লাগেজ ভ্যানে জমা দিতে হবে।

যদি আপনি স্লিপার বা এসি শ্রেণিতে যদি নির্ধারিত সীমার বেশি লাগেজ নিয়ে ট্রেন যাত্রার সময়ে ধরা পড়েন, তাহলে আপনাকে প্রতি কেজিতে ৫০০ থেকে ৬০০ টাকা জরিমানা দিতে হবে। তাই এবার থেকে ট্রেনে চড়ার আগে লাগেজ মেপে নেবেন।


Subhraroop

সম্পর্কিত খবর