বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসের শুরুতেই রেলমন্ত্রকের (Indian Railways) তরফে নতুন নিয়ম জারি করা হয়েছে। রেলমন্ত্রকের তরফে নয়া নিয়মে বলা হয়েছে,আইআরসিটিসি-র (IRCTC) ওয়েবসাইট বা অ্যাপ থেকে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে আধার কার্ডের নম্বর দিতে হবে। কিন্তু এই নতুন নিয়ম শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই শুরু হয়ে গেল জালিয়াতি (Fraud)।

তৎকাল টিকিটে (Indian Railways) বড় জালিয়াতি:
সূত্রের খবর, নতুন নিয়ম জারি হওয়ার পর তৎকাল টিকিট (Tatkal ticket) বুকিং এ জালিয়াতি হচ্ছে। অনলাইনে দেদার বিক্রি হচ্ছে আধার নম্বর। এমনকি, টেলিগ্ৰাম (Telegram) ও হোয়াটস অ্যাপ (WhatsApp) গ্রুপে বিক্রি করা হচ্ছে আধার নম্বর গুলি। সেই নম্বর বসিয়ে কাটা হচ্ছে তৎকালীন টিকিট (Tatkal ticket)। এই জালিয়াতির মূলে রয়েছে এজেন্টরা। যারা এই আধার আইডি কিনে টিকিট বুকি করে নিচ্ছে।
ঘটনা জানাজানি হতেই, ইতিমধ্যে ৪০টির বেশি টেলিগ্ৰাম ও হোয়াটস অ্যাপ গ্রুপের খোঁজ পাওয়া গিয়েছে। এই অনলাইনের গ্রুপ গুলিতে ব্ল্যাক মার্কেটিং চলছে তৎকালীন টিকিট বুকিং এর ক্ষেত্রে।
প্রসঙ্গত, নতুন নির্দেশিকায় রেলমন্ত্রকের তরফ থেকে আনা হয়েছিল নয়া নিয়ম। সেখানে বলা হয়েছে, আইআরসিটিসি-র (IRCTC) ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে তৎকাল টিকিট কাটলে আধার কার্ডের নম্বর বাধ্যতামূলকভাবে দিতে হবে। কিন্তু এই নিয়মাবলী জারি হওয়ার পর থেকে সমাজ মাধ্যমের বিভিন্ন হ্যান্ডেলগুলিতে দেদার বিক্রি হচ্ছে আধার নম্বর ও আইআরসিটিসি-র (IRCTC) আইডি।
আরও পড়ুন: স্কুলে হিন্দু ছাত্রদের পড়ানো হচ্ছে কলমা! ভিডিও ভাইরাল হতেই শুরু হইচই, কী জানাল কর্তৃপক্ষ?
যেখানে আধার ভেরিফায়েড আইআরসিটিসি-র আইডি কিনতে খরচ পড়ছে ৩৬৯ টাকা। এই আইডি কিনে অ্যাকাউন্ট লগইন করলেই ওটিপি দিয়ে কেটে ফেলা যাবে তৎকাল টিকিট। তবে প্রতারকরা, ফাস্ট তৎকাল বুকিং নামে একটি সফটওয়্যার তৈরি করেছে। যেখানে বট (Bot) নিজের থেকেই ব্রাউজারের যাবতীয় তথ্য পূরণ করে দিচ্ছে। এমনকি তার পরই একটি ক্লিকিং হচ্ছে টিকিট বুক। তবে এই বট (Bot) সফটওয়্যারটির দাম ৯৯৯-৫০০০ টাকা। আর ট্রেনের এজেন্টরা যদি একবার এটি কিনে নেন, তাহলে নিমেশের মধ্যেই কাটতে পারবে তৎকাল টিকিট।