বিমানের পর এবার ট্রেনও, লাগেজের ক্ষেত্রে নির্দিষ্ট ওজন সীমা বেঁধে দিল ভারতীয় রেল

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভ্রমণপিপাসুদের কাছে দূরপাল্লার ট্রেন (Indian Railways) সফর একটা আবেগের মতো। দূরের গন্তব্যের ক্ষেত্রে সময় যতই বেশি লাগুক না কেন, ট্রেনে এই সাময়িক দিনযাপন অনেকের কাছেই প্রিয়। লাগেজ গুছিয়ে শুধু ট্রেনে চেপে পড়তে পারলেই হল। দূরের সফরের ক্ষেত্রে অনেকেই প্রচুর লাগেজ নিয়ে নেন। কিন্তু ব্যাগ এর অতিরিক্ত ওজন কি কোনও সমস্যা হয় ট্রেনের (Indian Railways) ক্ষেত্রে?

ট্রেন সফরেও লাগেজের ওজন সীমা বেঁধে দিল রেল (Indian Railways)

বিমানযাত্রার ক্ষেত্রে লাগেজের ওজন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সীমার উপরে ওজনের লাগেজ নেওয়া হলে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। দিতে হয় অতিরিক্ত টাকা। জানিয়ে রাখি, দূরপাল্লার ট্রেন (Indian Railways) সফরের ক্ষেত্রেও লাগেজের ওজন সীমা বেঁধে দিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। এই সীমা পেরোলেই বাড়তি টাকা দিতে হবে বলে জানা যাচ্ছে। তাই মনের সুখে আর যত খুশি ওজনের লাগেজ নিয়ে ওঠা যাবে না ট্রেনে।

Indian railways set weight limits for luggage

কত ওজনের লাগেজ নেওয়া যাবে: ট্রেন সফরের ক্ষেত্রে যাত্রী পিছু কত ওজনের লাগেজ নেওয়া যাবে তার নির্দিষ্ট ওজন সীমা বেঁধে দিয়েছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। ট্রেনের কামরার এক একটি শ্রেণির ক্ষেত্রে বদলে যায় লাগেজের ওজনের সীমা। কত ওজনের মালপত্র নিয়ে উঠতে পারবেন ট্রেনে?

আরও পড়ুন : দেশজুড়ে কৃষকদের কল্যাণে চালু একগুচ্ছ প্রকল্প, সরাসরি মিলবে আর্থিক সহায়তা, জেনে রাখুন এই ৫ সরকারি স্কিমের বিষয়ে

শ্রেণি ক্ষেত্রে ভিন্ন ওজন সীমা: রেলের (Indian Railways) নিয়ম অনুযায়ী, জেনারেল সেকেন্ড সিটিংয়ের ক্ষেত্রে ৩৫ কেজি, স্লিপার ক্লাসে ৪০ কেজি ওজনের মালপত্র নিয়ে যাওয়া যাবে। এসি থ্রি টায়ারেও ৪০ কেজি, এসি টু টায়ারে ৫০ কেজি এবং এসি ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে ৭০ কেজি ওজনের লাগেজ নেওয়া যেতে পারে।

আরও পড়ুন : ট্রাম্পের হুমকিকে থোড়াই কেয়ার, দীর্ঘদিনের ‘বন্ধু’ মস্কোকেই ভরসা, রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত ভারতীয় সংস্থার

নিরাপত্তার কড়াকড়ির জন্য বড় লাগেজ নিয়ে সফর করা এড়িয়ে চলাই ভালো। কারণ লাগেজের আকারে কিছু সন্দেহজনক বা বিসদৃশ লাগলে আবার তা খুলিয়ে চেক করাতে পারে পুলিশ। তাড়াহুড়োর সময় সেক্ষেত্রে ঝামেলায় পড়তে হতে পারে। নয়তো আগে থেকেই চেকিংয়ের জন্য সময় হাতে রেখে দেওয়া উচিত।