মিসিং এই বার্থটি! প্রথমবার ‘অমৃত ভারত’ ট্রেনের ভিতরের ছবি দেখাল রেল, সুবিধা বাড়বে আমজনতার

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতীয় রেলের বন্দে ভারত এক্সপ্রেস একটি ইতিহাসের নাম। অত্যাধুনিক সেমি হাই স্পিড ট্রেন তৈরি করেছে নতুন নতুন মাইলফলক। বন্দে ভারত এক্সপ্রেস প্রথম থেকেই ছিল উন্মাদনার তুঙ্গে। বর্তমানে দেশের একাধিক রুটে এই ট্রেন চলাচল করছে। যাত্রীদের কাছেও এই ট্রেন এখন অন্যতম আকর্ষণের একটি পরিবহনমাধ্যম।

এই আবহে খবর উঠে আসছিল আরো একটি অত্যাধুনিক ট্রেন আসতে চলেছে ভারতে। সেই অমৃত ভারত এক্সপ্রেসের অন্দরমহলের ছবি প্রকাশ করল রেল। জানা যাচ্ছে আগামী ৩০ শে ডিসেম্বর বিহার ও পশ্চিমবঙ্গের দুটি অমৃত ভারত এক্সপ্রেস চলাচল শুরু করতে চলেছে। ওই দিন থেকেই প্রথমবারের জন্য পথ চলা শুরু করবে অমৃত ভারত এক্সপ্রেস।

আরোও পড়ুন : পাকিস্তানের নির্বাচনে এই প্রথম কোনও হিন্দু তরুণী! মনোনয়ন জমা দিয়ে ইতিহাস সৃষ্টি মহিলা চিকিৎসকের

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা থেকে উদ্বোধন করবেন সাতটি ট্রেনের। এগুলির মধ্যে দুটি অমৃত ভারত এক্সপ্রেস রয়েছে। অমৃত ভারত এক্সপ্রেসকে সাধারণ মানুষের বন্দে এক্সপ্রেস হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। বন্দে ভারতের থেকে ভাড়া অনেকটাই কম হবে অমৃত ভারতের। হাই মিক্স কোচ রয়েছে অমৃত ভারতে। অমৃত ভারত একটি পুশ-পুল ট্রেন, অর্থাৎ এই ট্রেনের সামনে ও পিছনে দুই দিকেই ইঞ্জিন রয়েছে।

img 20231226 155902

এই ট্রেন চলাচল করবে পুশ পুল প্রযুক্তিতে। ডাব্লিউ এপি-৫ ইঞ্জিন থাকবে অমৃত ভারতের দুই প্রান্তে। মোবাইল চার্জার, হোল্ডার এবং পাবলিক ডিসপ্লে সিস্টেমের মতো আধুনিক ব্যবস্থা থাকছে অমৃত ভারতে। এছাড়াও যাত্রী সুরক্ষার জন্য গোটা ট্রেনে থাকবে সিসিটিভি ক্যামেরা। দিল্লি থেকে দ্বারভাঙ্গা ও হাওড়া থেকে বেঙ্গালুরু পর্যন্ত দুটি অমৃত ভারত চলাচল করবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর