রেলের ঘোষণা, নতুন বছরে একাধিক লোকাল ট্রেনের সময়সূচি ও রুটে বড় পরিবর্তন

Published on:

Published on:

Indian Railways significant changes to local train services from january 1
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহণের অন্যতম সাশ্রয়ই মাধ্যম হলো ট্রেন (Indian Railways)। কারণ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করার জন্য বরাবর এই ট্রেনের ওপরে ভরসা করে এসেছে। আর এবার নতুন বছর শুরুতেই নতুন টাইম টেবিল ও নতুন রুট মেনেই চলবে একাধিক ট্রেন। ভারতীয় রেলের তরফ থেকে ইতিমধ্যে এই নতুন টাইম টেবিল ও রুটের কথা ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণায় বেশ কিছু প্রেমের সময়ের বদলের সঙ্গে সঙ্গে বদল করা হয়েছে রোড সম্প্রসারণ। এবার দেখে নিন কোন কোন ট্রেনে রুট সম্প্রসারিত হয়েছে ও সময় পরিবর্তন করা হয়েছে।

১ জানুয়ারি থেকে লোকাল ট্রেন পরিষেবায় ব্যাপক পরিবর্তন (Indian Railways)

বছরের প্রথম দিন থেকে একাধিক লোকাল ট্রেনের বদল হচ্ছে সময়। পাশাপাশি বাড়ছে একাধিক লোকাল ট্রেনের রুটও (Indian Railways)। জানা যায় ১ জানুয়ারি থেকে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন ও লোকাল ট্রেনের সময় বেশ কিছু বদল আসতে চলেছে। নতুন এই টাইমটেবিল ও রুট পরিবর্তনের ফলে যাত্রার সময় কম লাগবে ও ভবিষ্যতে আরো বেশি সংখ্যক ট্রেন চালানো যাবে বলে আশাবাদী পূর্ব রেল কর্তৃপক্ষ।

Indian Railways significant changes to local train services from january 1

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে একাধিক পদে নিয়োগ

 জেনে নিন কোন কোন লোকাল ট্রেনের রুট বাড়ানো হল:

১ তারিখ থেকে হাওড়া-আরামবাগ, হাওড়া-তারকেশ্বর, আরামবাগ-হাওড়া, তারকেশ্বর-হাওড়াগামী একাধিক লোকাল ট্রেন হুগলির গোঘাট পর্যন্ত যাবে। এছাড়াও 31635 শিয়ালদহ-রানাঘাট যাবে শান্তিপুর পর্যন্ত। পাশাপাশি 30113 বিবাদী বাগ-ব্যারাকপুর, 31242 ব্যারাকপুর-শিয়ালদহ লোকাল যাবে কল্যাণী পর্যন্ত।

জেনে নিন কোন কোন লোকাল (EMU) ট্রেনের ফ্রিকোয়েন্সি বদল:

১ জানুয়ারি থেকে 33318 হাসনাবাদ-বারাসত, 33321 বারাসত-হাসনাবাদ এতদিন সপ্তাহে ৬ দিন চলত। যা পরিবর্তন হয়ে১ তারিখ থেকে প্রতিদিন চলবে। একই সঙ্গে 31223 শিয়ালদহ ব্যারাকপুর, 30116 ব্যারাকপুর-বিবাদী বাগ, 30113 বিবাদীবাগ-ব্যারাকপুর, 31242 ব্যারাকপুর-শিয়ালদহ লোকাল এতদিন সপ্তাহে ৭ দিন চলত। এ বার তা সপ্তাহে ৬ দিন চলবে (Indian Railways)।