বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের কাছে রেল (Indian Railways) হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যেমন জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। তেমনি রেল ছাড়া যাতায়াতের পরিকল্পনা করতে পারেন না যাত্রীরা। ট্রেন বন্ধ থাকলে কিংবা ট্রেন লেট হলে সাধারণ মানুষদের মাথায় পড়ে হাত। কারণ ট্রেন ছেড়ে বিকল্প পথ খুঁজতে গেলে গুনতে হয় শয়ে শয়ে নোট। তাই রেল ব্যবস্থা যাতে আরো উন্নত মানের করা যায় তার জন্য প্রতিনিয়ত সরকারের তরফ থেকে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে। এমনকি স্টেশনগুলিকে নতুন নতুন রূপে সাজিয়ে তুলছেন কেন্দ্র সরকার।
নতুন রূপে সেজে উঠছে জঙ্গিপুর রোড স্টেশন (Indian Railways):
আর এবার আরো একটি স্টেশন সেজে উঠলো সরকারের হাত ধরে। সরকারের অন্যতম প্রকল্প অমৃত ভারত প্রকল্পের হাত ধরে জঙ্গিপুর রোড স্টেশন পাচ্ছে নতুন রূপ। আমাদের রাজ্যে প্রতিনিয়ত স্টেশন সংস্করণের কাজ চলছে। তার মধ্যে রয়েছে জঙ্গিপুর রোড স্টেশন (Indian Railways)। মালদা ডিভিশনের মধ্যে এটি অন্যতম রেলওয়ে স্টেশন। স্টেশনটি বারহারওয়া-আজিমগঞ্জ-কাটোয়ালুপ লাইনের মধ্যে পড়ে। সরকার উদ্যোগ নিয়েছে এবার এই স্টেশনকে সাজানোর।
কিভাবে সাজানো হচ্ছে এই রেলস্টেশন: সূত্র মারফত জানা গিয়েছে, ঐতিহ্যকে সঙ্গে রেখেই সাজানোর প্রস্তুতি চলছে এখানে। প্রথম শ্রেণীর ওয়েটিং রুম, এক্সিকিউটিভ লাউঞ্জ, দ্বিতীয় শ্রেণীর থাকার ব্যবস্থা করা হচ্ছে। মূলত, ট্রেনের জন্য যে ওয়েটিং রুমে যাত্রীদের অপেক্ষা করতে হয়, সেখানে ফুটে উঠবে বাঙ্গালীদের ঐতিহ্যবাহী সমস্ত চিত্র। জানা যাচ্ছে, এই সাজ সজ্জার কাজ নভেম্বরের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। এর ফলে যাত্রীরা আরো বেশি বেশি সুবিধা পাবেন। ঐতিহ্যের পাশাপাশি এই স্টেশন চত্বরে বাঙালির প্রাচীন টেরাকোটার কাজ ফুটিয়ে তোলা হবে। সব মিলিয়ে এখন জঙ্গিপুর রোড স্টেশন তুমুল ব্যস্ত নতুন সাজে সজ্জিত হতে।
আরও পড়ুন: এবার YouTube থেকেই করা যাবে কেনাকাটা! লঞ্চ হল দুর্ধর্ষ ফিচার, কিভাবে করবেন ব্যবহার?
এই বিষয় রেলের আধিকারিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গের একাধিক রেলস্টেশন (Indian Railways) সেজে উঠেছে অমৃত প্রকল্পের মধ্যে দিয়ে। ওই একই প্রকল্পের হাত ধরে সেজে উঠছে মালদার প্রাচীনতম রেলস্টেশন জঙ্গিপুর রোড স্টেশন। ইতিমধ্যেই ৯০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। আর যা যা বাকি আছে তা নভেম্বরের মধ্যেই সম্পূর্ণ হয়ে যেতে পারে।
আরও পড়ুন: ফের পরাজয়! দ্বিতীয় টেস্টে এই ৩ খেলোয়াড়ের জন্য হেরেছে ভারত, হতাশ অনুরাগীরা
এই স্টেশন সাজাতে ঠিক কত টাকা খরচ পড়ছে: সূত্র মারফত জানা গিয়েছে, এই স্টেশন (Indian Railways) নতুন করে গড়ে তুলতে খরচ পড়ছে ২২ কোটি ৭৯ লক্ষ টাকা। এখানে শুধু ঐতিহ্য কিংবা টেরাকোটারই কাজ থাকছে না। যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। এমনকি বয়স্ক যাত্রীদের জন্য ওঠানামাতে অসুবিধা না হয় তার জন্য লিফটেরও ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ এই স্টেশন আর এক মাস পর এক অন্য মাত্রায় পৌঁছে যাবে।