টিকিট কাটতে লাগবে না টাকা! যাত্রীদের চমকে দিয়ে এবার বিরাট পদক্ষেপ ভারতীয় রেলের

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে বাঙালির হচ্ছে ‘উঠল বাই তো কটক যাই’। এক্কেবারে আট থেকে আশি সকলেরই ‘পায়ের তলায় সর্ষে’ ছুটির মরশুমে ঘুরে বেড়াতে পারলে বাঙালি সত্যিই আর কিছু চায় না। আর ভ্রমণের জন্য শুধু বাঙালি কেন, পর্যটকদের পছন্দের প্রথম তালিকায় থাকে ভারতীয় রেল (Indian Railways)।

ভারতীয় রেলের (Indian Railways) বিশেষ সুবিধা

তবে ঘুরে বেড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় কাজ সারতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য যাত্রীরা কিন্তু ট্রেনকে (Train) বেশি ভরসাযোগ্য বলে মনে করেন। তবে দূরপাল্লার ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে বহু সময়ই যাত্রীদেরকে টিকিট কাটতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হয়। এবার কিন্তু রেলের তরফে যাত্রীদের দুর্দান্ত সফরের জন্য বড়সড় উদ্যোগ নেওয়া হয়েছে।

আরোও পড়ুন : সপ্তাহের শেষেই শীতের দুরন্ত কামব্যাক! আগামীকাল কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

আপনি হয়তো জানেন না, এখন কিন্তু টাকা পয়সা ছাড়াই খুব সহজেই কেটে নেওয়া যায় ট্রেনের টিকিট। টাকা অবশ্য পরে দিলেও কোনো সমস্যায় পড়তে হয় না যাত্রীদেরকে। অবাক লাগছে তো? অবিশ্বাস্য মনে হলেও রেলের এই দুর্দান্ত সুযোগের কথা জানেন না অনেকেই। ভারতীয় রেলের (Indian Railways) এই প্রকল্পের নাম বুক নাও, পে লেটার।

আরোও পড়ুন : “ব্যক্তিগত ভাবে কষ্ট হয়”, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে উলটো সুর! নতুন কী ফন্দি আঁটছেন ইউনূস?

সহজ ভাষায় বলতে গেলে, এখন টিকিট বুক (Ticket Booking) করুন, টাকা পরে দিন। অনলাইনে নিখরচায় টিকিট কাটার এই সুবিধা পাওয়া যাবে। টিকিট কাটার ১৪ দিনের মধ্যে যদি টাকা মিটিয়ে দেন, তবে সেক্ষেত্রে টিকিটের মূল্য ছাড়া আর কোনও অতিরিক্ত ফি লাগবে না। যদি ১৪ দিন পর টিকিটের দাম দেন, সেক্ষেত্রে ৩.৫ শতাংশ সার্ভিস চার্জ গুণতে হবে।

Indian Railways ticket booking facility

এখন প্রশ্ন হল কিভাবে আপনি এই সুবিধা পাবেন?

১) বুক নাও, পে লেটার-এ টিকিট কাটতে হলে প্রথমে www.epaylater.in -এ রেজিস্টার করতে হবে।

২) এরপরে লগ ইন করতে হবে আইআরসিটিসির (IRCTC) অ্যাকাউন্টে ।

৩) তথ্যগুলি আপডেট করার জন্য প্রয়োজন নিজের পার্সোনাল ডিটেল অর্থাৎ নাম, ফোন নম্বর

৪) এবার ক্লিক করলে যে কোড আসবে, সেই কোড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন।

৫) তারপর পেমেন্টের অপশনে ক্লিক করলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিম অ্যাপ, নেট ব্যাঙ্কিংয়ের পাশাপাশি বুক নাও, পে লেটার-র অপশনও দেখতে পাবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর