বাংলাহান্ট ডেস্ক : রানাঘাট-বনগাঁ রুট নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে ভারতীয় রেল (Indian Railways)। পুজোর আগেই এই রুটে চালু হয়েছে এসি লোকাল ট্রেন। এবার বনগাঁ-রানাঘাট রুটে ডবল রেললাইনের কাজের জন্য মিলল অনুমোদন। ডবল লাইনের কাজ সম্পন্ন হলে এই রুটের যাত্রী এবং এলাকার মানুষরা লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।
রানাঘাট-বনগাঁ রুটে নতুন প্রকল্পের উদ্যোগ রেলের (Indian Railways)
শিয়ালদহ শাখার অন্তর্গত রানাঘাট-বনগাঁ রেলপথে বড়সড় উদ্যোগ নেওয়া হয়েছে পূর্ব রেলের (Indian Railways) তরফে। জানা গিয়েছে, রানাঘাট-বনগাঁ রুটে ডবল রেললাইন (Indian Railways) তৈরির প্রকল্প শুরু হতে চলেছে। এই প্রকল্পে প্রায় ৩২.৯৩ কিমি দৈর্ঘ্যের এলাকায় কাজ হবে। প্রায় ৩৯৬ কোটি টাকা অনুমোদন করা হয়েছে রেলওয়ে বোর্ডের তরফে।
উপকৃত হবে যাত্রীরা: যেমনটা জানা যাচ্ছে, এই ডবল লাইনের কাজের আওতার মধ্যে থাকছে ৯ টি রেলস্টেশন (Indian Railways) এবং ২ টি লিমিটেড হাইট সাবওয়ে। রানাঘাট এবং মাঝেরগ্রাম স্টেশনের মধ্যে একটি স্টেশন থাকছে। আর অপর একটি স্টেশন থাকবে মাঝেরগ্রাম এবং গোপালনগর স্টেশনের মাঝে। রানাঘাট-বনগাঁ রুটের কুপার্স হল্ট, নব রায়নগর হল্ট, গঙ্গাপুর, মাঝেরগ্রাম, আকাইপুর হল্টের মতো এলাকার মানুষ অন্যান্য জায়গার সঙ্গে যুক্ত হতে পারবেন নতুন প্রকল্প বাস্তবায়িত হলে।
আরও পড়ুন : বিপদসীমার উপরে তিস্তা-জলঢাকা, ভেঙে ঝুলছে দুধিয়া ব্রিজ, উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ২০
বাড়ছে যাত্রী সংখ্যা: শিয়ালদহ-কৃষ্ণনগর-লালগোলা মেন লাইনে অবস্থিত রানাঘাট জংশন। শিয়ালদহ-দমদম-বনগাঁ-পেট্রাপোল লাইনে রয়েছে বনগাঁ জংশন। বর্তমানে এই রুটের প্রান্তিক স্টেশনগুলি (Indian Railways) যুক্ত রয়েছে সিঙ্গল লাইনে। তবে এই রুটে যাত্রী যাত্রী সংখ্যা বাড়ছে দ্রুত। সেকথা মাথায় রেখেই ডবল লাইনের সিদ্ধান্ত।
আরও পড়ুন : পুজো মিটতেই পায়ের তলায় সর্ষে, মার্কিন মুলুকে পাড়ি রচনার, সঙ্গী হলেন কে?
পুজোর আগেই শিয়ালদহ-রানাঘাট ভায়া বনগাঁ এসি লোকাল ট্রেন চালু হয়েছে। এই রুটে এবার ডবল লাইন চালু হলে দু দিক মিলিয়ে আরও ১০ জোড়া যাত্রীবাহী ট্রেন চালানো সম্ভব হবে। প্রায় ৮ কোটি টাকা অতিরিক্ত আয়ও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।