বাংলাহান্ট ডেস্ক : শুরু হওয়ার মুখে উৎসবের মরশুম। এই সময়টায় প্রতি বছরই আমজনতার জন্য কোনও না কোনও বিশেষ উদ্যোগ নিয়ে থাকে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। এবার উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে বড় ঘোষণা করল যাত্রীদের স্বার্থে। উৎসবের মরশুমে বড় চমক দিতে চলেছে রেল।
যাত্রীদের জন্য বিরাট উদ্যোগ ভারতীয় রেলের (Indian Railways)
১৯ সেপ্টেম্বর থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (Indian Railways) অধীনে চার জোড়া স্পেশ্যাল স্টিম, ডিজেল রাইড এবং চারটি স্পেশ্যাল ডিজেল জয়রাইড ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে উত্তরবঙ্গে উপচে পড়ে পর্যটকদের ভিড়। এই নতুন পরিষেবাগুলি চালু করার ফলে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞত আরও সমৃদ্ধ হবে বলেই মনে করা হচ্ছে।
কোন কোন সময়ে চলবে: রেল (Indian Railways) সূত্রে খবর অনুযায়ী, ০২৫৪২ (দার্জিলিং-কার্শিয়াং) ফেস্টিভ স্পেশ্যাল স্টিম রাইড ট্রেনটি ২০ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রত্যেক শনিবার করে চলবে। ট্টেনটি দার্জিলিং থেকে ৯ টা১০ এ রওনা দিয়ে ১৩ টা ২০ মিনিটে কার্শিয়াং পৌঁছাবে। ট্রেন নং ০২৫৪৩ (কার্শিয়াং-দার্জিলিং) ফেস্টিভ স্পেশ্যাল স্টিম রাইড (Indian Railways) ২১ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রত্যেক রবিবার করে চলবে। এই ট্রেনটি কার্শিয়াং থেকে ১২ টায় রওনা দিয়ে ১৭ টা ২ মিনিটে দার্জিলিং পৌঁছাবে।
আরও পড়ুন : ‘তাড়াতাড়ি মাকে বাড়ি পাঠিয়ে দেবে’, মুখ্যমন্ত্রীকে ‘মমতা দিদুন’ বলে খোলা চিঠি ৫ বছরের খুদের
একগুচ্ছ ট্রেনের ঘোষণা: অন্যদিকে ট্রেন নং ০২৫৪৪/০২৫৪৫ (কার্শিয়াং-মহানদী-কার্শিয়াং) সানসেট স্পেশ্যাল স্টিম রাইড ২০ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রত্যেক শনিবার করে পরিষেবা দেবে। এই ট্রেনটি কার্শিয়াং থেকে ১৫ টা ৩০ মিনিটে রওনা হয়ে মহানদী পৌঁছাবে ১৬ টা ৩০ মিনিটে। আবার ফেরার সময় ট্রেন (Indian Railways) নং. ০২৫৪৫ মহানদী থেকে ১৬ টা ৫০ মিনিটে রওনা দিয়ে ১৭ টা ৩০ মিনিটে পৌঁছাবে কার্শিয়াং। ০২৫৫২/০২৫৫১ (কার্শিয়াং-মহানদী-কার্শিয়াং) সানরাইজ স্পেশ্যাল স্টিম রাইড ট্রেন ২১ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রত্যেক রবিবার করে চলবে।
ট্রেন নং ০২৫৫২ কার্শিয়াং থেকে ০৭ টা ১৫ তে রওনা হয়ে ০৮ টা ১৫ তে মহানদী পৌঁছাবে এবং ট্রেন নং ০২৫৫১ মহানদী থেকে ০৮ টা ৪০ এ রওনা দিয়ে ০৯ টা ৩০ মিনিটে কার্শিয়াং পৌঁছাবে। ট্রেন নং ০২৫৫৩/০২৫৫৪ (শিলিগুড়ি জং-রংটং-শিলিগুড়ি) টিম্বার স্পেশ্যাল ডিজেল রাইড ১৯ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রত্যেক শুক্রবার, শনিবার এবং রবিবারে চলবে। এছাড়া ০২৫৫৩ শিলিগুড়ি জং থেকে ১২ টায় রওনা দিয়ে ১৩ টা ১৫ মিনিটে রংটং পৌঁছাবে এবং ট্রেন (Indian Railways) নং ০২৫৫৪ রংটং থেকে ১৬ টা ১৫ মিনিটে রওনা দিয়ে ১৭ টা ৩০ মিনিটে পৌঁছাবে শিলিগুড়ি জং। চারটি স্পেশ্যাল ডিজেল জয়রাইড ট্রেন ২০ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ৫ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন চলাচল করবে। দার্জিলিং এবং ঘুম স্টেশনের মধ্যে চলাচল করবে ট্রেনগুলি।