বাংলা হান্ট ডেস্ক: এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার অন্যতম সহজ যাত্রাপথ হল ট্রেন (Indian Railways)। তার ওপর বছর শেষ হতে আর কয়েকটা দিন। এই সময় বহু মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। যার কারণবশত অনেকদিন আগের থেকে ট্রেনের টিকিট বুকিং করাই শুরু হয়ে যায়। তবে বছর শেষে রেলের তরফ থেকে বেশ কয়েকটি ডিভিশনে আপগ্রেডেশনের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে । জেনে নিন কোন ট্রেন গুলো বাতিল করা হয়েছে।
ছুটি কাটাতে যাওয়ার আগে বড় খবর, বছর শেষে বহু ট্রেন বাতিল (Indian Railways)
চলছে ডিসেম্বর মাস। এই সময় বহু মানুষই কোথাও না কোথাও ঘুরতে যায়। যার জন্য বহুদিন আগের থেকে ট্রেনের টিকিট বুক করা শুরু করে দিয়েছে অনেকেই। তবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে যদি আপনারও ট্রেন সফরের পরিকল্পনা থেকে থাকে তাহলে আজকে প্রতিবেদনটা আপনার জন্য। কারণ ডিসেম্বরের শেষ সপ্তাহ বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে (Indian Railways)। রেলওয়ে কয়েকটি রাজ্যের গুরুত্বপূর্ণ রুটে বড় ধরনের প্রযুক্তিগত আপগ্রেডেশনের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বেশ এই রুটগুলিতে কয়েকটি প্যাসেঞ্জার ওম মেমু ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: দোকানের স্বাদ ঘরেই! বড়দিনে বাড়িতে বানান একদম সফট ফ্রুট কেক, জানুন চটজলদি রেসিপি
জানা যায়, ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বড় ধরনের প্রযুক্তিগত কাজের কারণে ও দক্ষিণ-পূর্ব মধ্যে রেলওয়ের অধীনে নাগপুর রেল মণ্ডলের ডংগারগড় সেকশনের নন ইন্টার লুকিং আপগ্রেডেশনের কাজ করা হবে। যার কারণবশত প্রায় ২১ টি ট্রেনের উপর প্রভাব পড়বে। পাশাপাশি এই কাজের কারণে ২১ টি প্যাসেঞ্জার ট্রেন ও মেমু ট্রেন বাতিল, সময় পরিবর্তন ও রুট শর্ট করা হয়েছে। এছাড়াও রেলের পক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এই কাজটি ভবিষ্যতের ট্রেন চলাচলকে আরও নিরাপদ ও মসৃণ করে তুলবে। তাই দেখে নিন ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর কোন কোন ট্রেন গুলি বাতিল থাকছে।
২৬ এবং ২৭ ডিসেম্বর বাতিল ট্রেন
- ট্রেন নম্বর ৬৮৮৬১ গোন্দিয়া থেকে ঝারসুগুড়া মেমু ২৬ ডিসেম্বর বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৬৮৭৪১ দুর্গ থেকে গোন্দিয়া মেমু ২৭ ডিসেম্বর বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৬৮৭৪৩ গোন্দিয়া থেকে NSC Bose Itwari Railway Station মেমু ২৭ ডিসেম্বর বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৬৮৭৪৪ NSC Bose Itwari Railway Station থেকে গোন্দিয়া মেমু ২৭ ডিসেম্বর বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৬৮৭৪২ গোন্দিয়া থেকে দুর্গ মেমু ২৭ ডিসেম্বর বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৬৮৭০৯ রায়পুর থেকে ডংগারগড় মেমু ২৭ ডিসেম্বর বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৬৮৭২৯ রায়পুর থেকে ডংগারগড় মেমু ২৭ ডিসেম্বর বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৬৮৮৬২ ঝারসুগুড়া থেকে গোন্দিয়া মেমু ২৭ ডিসেম্বর বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৫৮২০৫ রায়পুর থেকে Itwari Railway Station প্যাসেঞ্জার ২৭ ডিসেম্বর বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৬৮৭২১ রায়পুর থেকে ডংগারগড় মেমু ২৭ ডিসেম্বর বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৬৮৭২৩ ডংগারগড় থেকে গোন্দিয়া মেমু ২৭ ডিসেম্বর বাতিল থাকবে।
২৮ এবং ২৯ ডিসেম্বর এই ট্রেনগুলি বাতিল
- ট্রেন নম্বর ৬৮৭১১ ডংগারগড়–রায়পুর মেমু ২৮ ডিসেম্বর বাতিল।
- ট্রেন নম্বর ৬৮৭১৩ গোন্দিয়া–ই Itwari Railway Station মেমু ২৮ ডিসেম্বর বাতিল।
- ট্রেন নম্বর ৬৮৭১৪ ই Itwari Railway Station – বালাঘাট মেমু ২৮ ডিসেম্বর বাতিল।
- ট্রেন নম্বর ৬৮৭১৫ বালাঘাট– Itwari Railway Station মেমু ২৮ ডিসেম্বর বাতিল।
- ট্রেন নম্বর ৬৮৭১৬ ই Itwari Railway Station –গোন্দিয়া মেমু ২৮ ডিসেম্বর বাতিল।
- ট্রেন নম্বর ৬৮৭১২ গোন্দিয়া–ডংগারগড় মেমু ২৮ ডিসেম্বর বাতিল।
- ট্রেন নম্বর ৬৮৭৩০ ডংগারগড়–রায়পুর মেমু ২৮ ডিসেম্বর বাতিল।
- ট্রেন নম্বর ৫৮২০৬ Itwari Railway Station –রায়পুর প্যাসেঞ্জার ২৮ ডিসেম্বর বাতিল।
- ট্রেন নম্বর ৬৮৭২৪ গোন্দিয়া–রায়পুর মেমু ২৮ ডিসেম্বর বাতিল।
- ট্রেন নম্বর ৬৮৭১০ ডংগারগড়–রায়পুর মেমু ২৯ ডিসেম্বর বাতিল (Indian Railways)।












