বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি জম্মু-কাশ্মীরের পাহেলগাঁও-তে ঘটে গিয়েছে ভয়াবহ জঙ্গি হামলা। তারপর থেকেই বারংবার উত্তপ্ত হয়েছে সীমান্ত। এমতাবস্থায়, বহু প্রতীক্ষিত জম্মু-শ্রীনগর বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন রীতিমতো অনিশ্চিত হয়ে পড়েছে। যার জেরে রেলের (Indian Railways) পরিকল্পনাতেও এবার পরিবর্তন আনতে হচ্ছে।
কী পরিকল্পনা রেলের (Indian Railways):
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, পরিকল্পনা অনুযায়ী এপ্রিল মাস থেকে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৯ টি রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন (Indian Railways) চালানোর কথা থাকলেও এবার তা সম্ভব নাও হতে পারে। যার ফলে রেল অন্য রুট খোঁজা শুরু করেছে। সেই কারণেই এবার নয়াদিল্লি থেকে হাওড়া রুটে চালু হতে পারে বন্দে ভারত স্লিপার ট্রেনের পরিষেবা।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আর মাত্র ২ মাসের মধ্যেই নয়াদিল্লি-হাওড়া রুটে এই ট্রেন চলাচল শুরু হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে, রেলের (Indian Railways) পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে জম্মু-শ্রীনগর রুটে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধনের কথা ছিল। যদিও, খারাপ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর ওই সফর বাতিল করা হয়।
এদিকে, গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ঘটে জঙ্গি হামলা। তারপরেই জম্মু-শ্রীনগর রুটে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন অনিশ্চিত হয়ে পড়ে। যেই কারণে রেল (Indian Railways) এবার অন্য রুটগুলির প্রতি মনোনিবেশ করছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত দিল্লি-পাটনা, দিল্লি-মুম্বাই, দিল্লি-চেন্নাই এবং দিল্লি-হাওড়া রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার প্রতি জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বুমরাহ-রাহুল-গিল নন, ভারতের টেস্ট অধিনায়ক হতে চলেছেন এই তরুণ প্লেয়ার? শুরু জল্পনা
ভাড়ার পরিমাণ: এদিকে, নয়াদিল্লি-হাওড়া রুটে ১৬ কোচের বন্দে ভারত স্লিপার চলবে বলেও জানা গিয়েছে। পাশাপাশি, রেল (Indian Railways) সূত্রে জানা গিয়েছে যে, নয়াদিল্লি-হাওড়া রুটে বন্দে ভারত স্লিপার ট্রেনে ফার্স্ট ক্লাস এসির ভাড়া নির্ধারিত হতে পারে যাত্রীপিছু ৫,১০০ টাকা। অপরদিকে, সেকেন্ড এসির ভাড়া হতে পারে যাত্রীপিছু ৪,০০০ টাকা এবং ওই ট্রেনে থার্ড এসির ভাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে যাত্রীপিছু ৩,০০০ টাকা।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: