বছর শেষে ধামাকা! নতুন লোকাল ট্রেন পাচ্ছে সিউড়ি, বীরভূমে স্টপেজও বৃদ্ধি

Published on:

Published on:

Indian Railwayservices are being expanded on Siuri-Birbhum keeping in mind the convenience of passengers
Follow

বাংলা হান্ট ডেস্ক: বছর শেষে যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কম সময়ে বেশি দূরত্ব পূরণ করার জন্য সাধারণ মানুষ গণপরিষেবা হিসেবে বেছে নেয় রেলপথ। এবার এই রেল পথেই বছর শেষে আসতে চলেছে নতুন ট্রেন (Indian Railway)। যার ফলে নিত্যযাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও জানা যায়, মালদা-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস, রানাঘাট-রামপুরহাট লোকাল ট্রেন, মুর্শিদাবাদ-চেন্নাই এক্সপ্রেস, রানাঘাট-মালদা লোকাল ট্রেন – রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে এরকমই একগুচ্ছ দাবি জানালেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষ।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সিউড়ি–বীরভূমে বাড়ছে রেল পরিষেবা সম্প্রসারণ (Indian Railway)

রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষ। সেই সাক্ষাৎকারের পরেই তিনি জানান, রেলমন্ত্রীর সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি। সেই সাক্ষাৎকারের পরেই নসিপুর হল্ট স্টেশন পুনরায় চালু করা। পাশাপাশি মুর্শিদাবাদ শহরের রেলওয়ে ওভারব্রিজ নির্মাণ সহ নসিপুর ব্রিজ দিয়ে নতুন ট্রেন চালানো ও কয়েকটি ট্রেনের রুটকে মুর্শিদাবাদ জংশন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে (Indian Railway)।

Indian Railwayservices are being expanded on Siuri-Birbhum keeping in mind the convenience of passengers

আরও পড়ুন: শিয়ালদহ–হাওড়া ডিভিশনে ব্যাঘাত, উত্তরবঙ্গের ট্রেনগুলিতে বড়সড় রুট পরিবর্তন, ভোগান্তি যাত্রীদের

কোন কোন ট্রেন নতুনভাবে চালানোর জন্য দাবি জানানো হয়েছে:

১) মালদা-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস।

২) হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেস।

৩) প্রতিদিন সকাল ১০ টা নাগাদ বর্ধমান থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ট্রেন।

৪) রানাঘাট-মালদা লোকাল ট্রেন।

৫) রানাঘাট-রামপুরহাট লোকাল ট্রেন।

৬) মুর্শিদাবাদ-বারাণসী এক্সপ্রেস (সাপ্তাহিক স্পেশাল)।

৭) মুর্শিদাবাদ-চেন্নাই এক্সপ্রেস (সাপ্তাহিক)।

৮) গুয়াহাটি-শিয়ালদা এক্সপ্রেস।

অপরদিকে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি জানান, কয়েকটি রেল পরিষেবা সংক্রান্ত বিষয়ে অনুমোদন করানো সুযোগ পেয়েছি। পাশাপাশি সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেসের চিনপাইয়ে স্টপেজ  খুব দ্রুত হবে।

একই সঙ্গে সাহেবগঞ্জ রামপুরহাট মেমু সিউড়ি পর্যন্ত সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে সকালে ট্রেন যোগ করা হবে রামপুরহাট সাহেবগঞ্জ বা উত্তরবঙ্গ যাওয়ার জন্য। অর্থাৎ সিউড়ির জন্য আরও একটি নতুন রেল পরিষেবা চালু করা হল। পাশাপাশি তিনি আরও জানান, নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের রামপুরহাটের স্টপেজের ব্যবস্থাও খুব তাড়াতাড়ি করা হবে। এছাড়াও বাকি রইল হাটজান বাজার ওভারব্রিজ। কাজ সম্পন্ন হলেই তার উদ্বোধনেও চমক থাকবে (Indian Railway)।