পাকস্থলীতে বেড়ে উঠছিল টিউমার! ক্যান্সারের যন্ত্রণা নিয়েই সূর্য অভিযানের নেতৃত্ব দেন ISRO প্রধান

বাংলাহান্ট ডেস্ক : চন্দ্রযান ৩ মিশন সফল হওয়ার সাথে সাথে বিশ্বের মহাকাশ বিজ্ঞানের মানচিত্রে প্রথম সারির জায়গা দখল করে নেয় ইসরো। চন্দ্রযান ৩ মিশন সফল হওয়ায় একদিকে যেমন উচ্ছ্বাসে ভাসছিল গোটা দেশ, সেই সময় ইসরো প্রধান এস সোমনাথের শরীরে ধীরে ধীরে জানান দিচ্ছিল অস্বস্তি। চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষার পর জানান যে ইসরো প্রধানের পাকস্থলীতে ধরা পড়েছে টিউমার।

মেডিকেল টেস্টের পর চিকিৎসকেরা জানান ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ইসরো প্রধান এস সোমনাথ। ক্যান্সারের বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে পাকস্থলীতে। তবে সেই ক্যান্সারের যন্ত্রণা নিয়েই তিনি নেতৃত্ব দিয়েছিলেন ভারতের সূর্য-অভিযান আদিত্য এল-১ মিশনের। আদিত্য এল-১ মিশনের রকেট উৎক্ষেপণের দিনই মেডিকেল রিপোর্ট হাতে পান ইসরো প্রধান।

আরোও পড়ুন : কাঞ্চন, অনুপম অতীত! এবার স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন যিশু সনগুপ্ত? বড় বয়ান খোদ অভিনেতার

সেদিন তিনি জানতে পারেন ক্যান্সার হয়েছে পাকস্থলীতে। এই খবর জানার পর তাজ্জব হয়ে যান এস সোমনাথের বন্ধুরাও। ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, “যখন চন্দ্রযান ৩ মিশন লঞ্চ হয়েছিল, সেদিনই কিছুটা অস্বস্তি বোধ হয়েছিল। যদিও সেটা আমার কাছে স্পষ্ট ছিল না সেই সময়। আমার স্পষ্ট ধারণা ছিল না এই রোগ নিয়ে সেই সময়।”

আরোও পড়ুন : হাওড়ায় জল সংকট! বন্ধ থাকবে সম্পূর্ণ পরিষেবা, বিপদে পড়ার আগে জেনে নিন দিনক্ষণ

তবে ইসরো প্রধান জানান শুরু থেকেই তাঁর পাশে ছিলেন পরিবারের সদস্য ও বন্ধুরা। আদিত্য এল১ মহাকাশে পাড়ি দেয় ২০২৩ সালের ২ সেপ্টেম্বর। এই দিনেই ইসরো প্রধান তাঁর মেডিকেল টেস্ট রিপোর্ট হাতে পান। সেদিনই তিনি ক্যান্সারের খবর জানতে পারেন। যদিও এই মারণ রোগের ছোঁয়া দমাতে পারেনি ইসরো প্রধানকে।

The new Pulsar has arrived at an incredible low price

মারণ রোগ ক্যান্সারকে সঙ্গী করেই নেতৃত্ব দিয়ে গেছেন একের পর এক মিশনের। চালিয়ে গেছেন গবেষণা। সোমনাথ জানিয়েছেন, বর্তমানে তাঁর কেমোথেরাপি চলছে। শারীরিক অসুস্থতা তাঁর কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। চিকিৎসকদের পর্যবেক্ষণেই তিনি পরবর্তীকালে আরও মহাকাশ অভিযানের নেতৃত্ব দেবেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর