IIT কিংবা IIM নয়! এই প্রতিষ্ঠানে পড়ে অ্যামাজনে ১ কোটি টাকার চাকরি পেল কৃতী ছাত্রী

বাংলা হান্ট ডেস্ক : আইআইটি (IIT),  আইআইএম (IIM), কিংবা এনআইটির (NIT) মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলা সেরা ছাত্রছাত্রী তৈরির কারিগর হিসেবে খ্যাত। গোটা বিশ্বেই এই প্রতিষ্ঠানগুলিকে নিয়ে চর্চা চলে। আর সেই কারণেই বিটেক, এমবিএ-এর পঠনপাঠনে এই শিক্ষাপ্রতিষ্ঠান গুলিকেই আদর্শ মনে করে ভারতীয় (India) পড়ুয়ারা (Student)। তবে সময়ের সাথে সাথে বদলেছে পরিস্থিতি এবং মানুষের ধ্যান ধারণা।

আর এবার বিষয়টা একেবারে চাক্ষুষ উদাহরণ দিয়ে প্রমাণ করে দিয়েছেন পলক মিত্তল (Palak Mittal)। সম্প্রতি এই কৃতি পড়ুয়া আমাজনের (Amazon) ১ কোটি টাকার প্যাকেজ (1 Cr Packege) নিয়ে চমকে দিয়েছেন সকলকে। সাথে সাথে গর্বিত করেছেন নিজের বাবা মা সহ গোটা দেশবাসীকে। জানিয়ে রাখি, তিনি কোন IIT বা IIM-র ছাত্রী নন। বরং তিনি পড়াশোনা করেছেন IIIT থেকে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (IIIT) এলাহাবাদ থেকে বি টেক পড়েছেন পলক। তথাকথিত আইআইটি, এনআইটি কিংবা আইআইএমে না পড়েও এখন পলকের কাছে রয়েছে ১ কোটি প্যাকেজের চাকরি। আজ থেকে প্রায় এক বছর আগে, ২০২২ সালেই আমাজনের তরফ থেকে এই অফার লেটার গেছিল পলকের হাতে।

08 08 2023 iiit allahabad placement 23495284

পলকের লিঙ্কডিন প্রোফাইল বলছে তিনি গতবছর অগস্ট মাসেই সফটওয়ার ডেভেলপার হিসাবে বার্লিনে অ্যামাজন ওয়েব সার্ভিসের অফিসে যোগ দিয়েছিলেন। এর আগে বেঙ্গালুরুর ফোন-পে অফিসেও নিজের কর্মদক্ষতা দেখিয়েছেন তিনি। ভারতের এই মেয়ে তৈরি করতে পারেন কোড হিসাবে ইনফ্রাস্ট্রাকচার।

পলকের লিঙ্কডিন প্রোফাইলে উঁকিঝুঁকি দিলেই দেখতে পাবেন ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এডাব্লুএস লাম্বডা, এডাব্লুএস এস3, এডাব্লুএস ক্লাউডওয়াচ, টাইপস্ক্রিপ্ট, জাভা এবং এসকিউএল-এর মত প্রযুক্তি তার কাছে শিশু। একইসঙ্গে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়েও তিনি একেবারে তুখোড় খেলোয়াড়।

invertir en amazon main

যদিও পলকই প্রথম নন, এর আগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এলাহাবাদেরই ছাত্র অনুরাগ মাকাডে-কে ১.২৫ কোটি টাকার প্যাকেজ অফার করেছিল গুগল। রুব্রিক নামের এক পড়ুয়া পেয়েছিলেন ১.২০ কোটি টাকার প্যাকেজ। তিনি এই অফার পেয়েছিলেন দেখিল সিংয়ের তরফ থেকে। এছাড়াও চলতি বছর আরও অনেক কৃতি পড়ুয়া নজরকাড়া সব প্যাকেজের অফার পেয়েছেন। যার মধ্যে পাঁচজনের প্যাকেজ ১ কোটি টাকার বেশি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর