বাংলা হান্ট ডেস্ক: ভারতের সবচেয়ে বড় ফুটবল লিগ হিসেবে বিবেচিত ISL (Indian Super League)-এর ২০২৫-২৬ মরশুম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড ১১ জুলাই, শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত ক্লাবকে একটি চিঠি পাঠিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। উল্লেখ্য যে, এই টুর্নামেন্টটি ২০১৪ সালে শুরু হয়েছিল এবং এখনও পর্যন্ত একাধিক খেলোয়াড় এতে ভালো পারফরম্যান্স প্রদর্শন করে ফুটবল অনুরাগীদের মন জয় করেছেন।
ISL (Indian Super League) কেন স্থগিত করা হয়েছে:
জানিয়ে রাখি যে, ২০১০ সালে FSDL এবং AIFD ১৫ বছরের জন্য একটি মাস্টার রাইটস চুক্তি স্বাক্ষর করেছিল। যার অধীনে ISL (Indian Super League)-এর সমস্ত বাণিজ্যিক এবং পরিচালনাগত অধিকার FSDL-কে দেওয়া হয়েছিল। এই চুক্তির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। জানা গিয়েছে, FSDL এই লিগ পরিচালনার জন্য একটি নতুন মডেলের ধারণা দিয়েছিল।
যার অর্থ হল একটি হোল্ডিং কোম্পানি গঠন করা হবে। যেখানে ISL ( Indian Super League)-এর ক্লাবগুলির ৬০ শতাংশ, FSDL-এর ২৬ শতাংশ এবং AIFF-এর ১৪ শতাংশ অংশীদারিত্ব থাকবে। আপাতত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ফলে চুক্তি রিনিউ বা পুনর্বিবেচনার পরবর্তী যেকোনও কার্যক্রম আদালতের গ্রীষ্মকালীন ছুটি পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। যেটি আগামী ১৪ জুলাই, ২০২৫ তারিখে শেষ হবে।
আরও পড়ুন: ট্রাম্পের চালে ৩ গুণ বাড়ল ফি! লক্ষ লক্ষ ভারতীয়ের ঘুম ওড়াল আমেরিকার সিদ্ধান্ত
ক্লাবগুলি তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে: ইতিমধ্যেই এফসি গোয়া থেকে শুরু করে বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স, মুম্বাই সিটি এফসি এবং হায়দ্রাবাদ এফসির মতো ISL (Indian Super League)-এর বড় ক্লাব ডুরান্ড কাপ ২০২৫ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে এবং প্রি-সিজন ক্যাম্প স্থগিত করা হয়েছে। ক্লাবগুলি মনে করে যে ISL সময়মতো শুরু না হলে, খেলোয়াড় এবং কর্মীদের সাথে সম্পর্কিত চুক্তিতে তাদের বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে।
আরও পড়ুন: NDA সমর্থিত ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট দেন বিরোধী সাংসদরাও? সংসদের নথিতে মিলল বড় আপডেট
AFC এশিয়ান কাপের প্রস্তুতি নিয়ে আলোচনা: প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী বছর অস্ট্রেলিয়ায় সম্পন্ন হতে চলা AFC এশিয়ান কাপের জন্য জাতীয় মহিলা দলের প্রস্তুতি এবং পরিকল্পনার জন্য একটি রোডম্যাপ তৈরির জন্য AIFF গত শুক্রবার আলোচনা করেছে। যেখানে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ২০২৫-২৬ ইন্ডিয়ান উইমেন্স লিগের সিজন ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত আয়োজনের সিদ্ধান্ত নেন। এতে ৮ টি দল ১৪ টি করে ম্যাচ খেলবে।