বাংলা হান্ট নিউজ ডেস্ক: ১১ই সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ ২০২২-এর ফাইনাল। মুখোমুখি হয়েছিল বাবর আজমের পাকিস্তান এবং দাসুন শানাকার শ্রীলঙ্কা। এর আগেও একবার দুই পক্ষ মুখোমুখি হয়েছিল সুপার ফোরে। সেখানে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে ফাইনালটি কেমন হতে পারে তার একটু আঁচ পাওয়া গিয়েছিল।
ফলে উৎসাহী ছিলেন দুই দেশের সমর্থকরাই। যদিও পাকিস্তানের তুলনায় শ্রীলঙ্কার সমর্থক খুবই কম ছিল। কারণ সেই দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি। তবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ভক্তদের পাশাপাশি ওই ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিল বেশ কিছু ভারতীয় সমর্থকও। কিন্তু সেই নিয়ে মাঠে একটি ঝামেলা হয়।
ভারতীয় ভক্তদের স্টেডিয়ামে ঢুকতে বাধা দেওয়া হয়। বলা হয় শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের জার্সি পড়ে এলে তবেই ঢুকতে দেওয়া যাবে। ভারতের জার্সি পড়ে ঢোকা যাবে না। এই সংক্রান্ত একটি ভিডিওও ভাইরাল হয়েছে। জনপ্রিয় ভারতীয় ফ্যান গ্রূপ “দ্য ভারত আর্মি” এই ভিডিও টুইট করে গোটা ঘটনার বিশদ বিবরণ দিয়েছে। তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসির কাছে এই ঘটনার তদন্ত দাবি করেছে।
SHOCKING TREATMENT as The Bharat Army and other Indian Cricket Fans told they can not enter the stadium wearing ‘India jerseys’! #BharatArmy #PAKvSL pic.twitter.com/5zORYZBcOy
— The Bharat Army (@thebharatarmy) September 11, 2022
অপরদিকে শ্রীলঙ্কায় বর্তমানে চলছে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দুরবস্থা। দেশের মানুষ এখন একটা অবলম্বন খুঁজছে। সেখানে দাঁড়িয়ে দাসুন শানাকারা যেটা করে দেখালেন তা শ্রীলঙ্কার চূড়ান্ত সঙ্গিন অবস্থার পরিবর্তন না করলেও দেশের সাধারণ মানুষদের কাছে হয়তো একটা অবলম্বন হয়ে দাঁড়াবে। গোটা টুর্নামেন্টে যখন টস ভাগ্য নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটার সংযুক্ত আরব আমিরশাহির আবহাওয়ায় টসের প্রভাব নিয়ে ব্যঙ্গ করে ভারতের দুরবস্থাকে আড়াল করার চেষ্টা করছেন, সেখানে ফাইনালে টসে হেরেও ম্যাচ জিতে দৃষ্টান্ত স্থাপন করলেন রাজাপক্ষরা।
প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকে উইকেট হারানো শুরু করে ৯ ওভারের মধ্যে ৫৮-৫ হয়ে যাওয়া এবং তারপর রাজাপক্ষ (৪৫ বলে ৭১) এবং হাসারাঙ্গার (২১ বলে ৩৬) ব্যাটে ভর করে ১৭০ অবধি পৌঁছনো প্রায় অসম্ভবেরই সমান ছিল। এরপর মধুশান (৪/৩৪), হাসারাঙ্গা (৩/২৭), করুনারত্নেদের (২/৩৩) বোলিংয়ে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে ২৩ রানের ব্যবধানে জয় শ্রীলঙ্কা ক্রিকেটকে নতুন মাত্রা দেবে, তাতে সন্দেহ নেই।