তিন জঙ্গিকে শেষ করে আনন্দে মেতে উঠলো জওয়ানরা, দেখুন সেই ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের রামবনের বাটোট – ডোডা এলাকায় শনিবার সেনা আর জঙ্গিদের মধ্যে কয়েক ঘণ্টা গুলির লড়াই চলে। সেনা বারবার জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য আবেদন জানায়। কিন্তু জঙ্গিরা সেনার কথায় কান না দিয়ে বারবার ফায়ারিং করতে থাকে। এরপর সেনাও চুপ না বসে থেকে জঙ্গিদের উপর পালটা হানা চালায়। সকালে এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় সেনা। ঘিরে ফেলা হয় চারিদিক। নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে, সেনার উপর গুলি চালানো শুরু করে জঙ্গিরা। এরপর দুই তরফ থেকেই শুরু হয় ফায়ারিং। সেনার পালটা হানায় খতম হয় তিন জঙ্গি। এরপর সেনার জওয়ানেরা অপারেশন সাকসেস ফুল করে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।

ভারতীয় সেনা মুখপাত্র কর্নেল দেবেন্দ্র আনন্দ বলেন, আজ শনিবার সকাল ৭ঃ৩০ নাগাদ দুই অজ্ঞাত পরিচয় ব্যাক্তি বটোট-ডোডা রোডে একটি ব্যাক্তিগত বাহন থামানোর চেষ্টা করেছিল। চালক দুজনের হাভভাব আর চেহারা দেখে সন্দেহ করে। এরপর সে এই তথ্য পাশের একটি সেনা পোস্টে দেয়। ভারতীয় সেনার জওয়ানেরা তৎক্ষণাৎ সন্দেহভাজন দুই জঙ্গির তল্লাশি শুরু করে দেয়। সেনাকে দেখে জঙ্গিরা ফায়ারিং শুরু করে দেয়।

আরেকদিকে জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ডাউনটাউন এলাকায় শনিবার জঙ্গিরা সিআরপিএফ এর কনভয়ে হামলা চালায়। ওই হামলায় গ্রেনেডের ব্যাবহার করেছিল জঙ্গিরা। সিআরপিএফ এর জওয়ানেরা পেট্রোলিং এ বেরালে, তখন তাঁদের উপর হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলার পর এলাকার সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও, মধ্য কাশ্মীরের গন্দারবল (Ganderbal) জেলায় শনিবার সকালে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকা ঘিরে নেয় সেনা। জঙ্গিরা নিজদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে, সেনার উপর গুলি চালানো শুরু করে দেয়। এরপর দুই তরফ থেকেই ফায়ারিং শুরু হয়। সেনা, সিআরপিএফ আর এসওজি এর সংযুক্ত দল গোটা এলাকাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। সেনার পালটা হানায় খতম হয় তিন জঙ্গি। মৃত জঙ্গিদের মধ্যে একজন পাকিস্তানি জঙ্গি ছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর