বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ শেফালী ভার্মার (Shafali Varma) নেতৃত্বাধীন ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা দল, টি-টোয়েন্টি বিশ্বকাপের (U-19 Women’s T20 World Cup) ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। এই ইংল্যান্ড টুর্নামেন্টের সেমিফাইনালে খাতায়-কলমে সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। তাই সকলের মনে আশঙ্কা ছিল যে অস্ট্রেলিয়ার কাছে ভারত টুর্নামেন্টে এখনো অবধি একমাত্র হারের স্বাদ পেয়েছিল, তাদের হারানো ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করবে!
কিন্তু ম্যাচ শুরু হতেই সবকিছু ভারতের পক্ষে যেতে থাকে। দক্ষিণ আফ্রিকার পচফস্ট্রুমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শেফালী ভার্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সেমিফাইনালে রান তাড়া করে সহজ জয় পেয়েছিল ভারত। কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটাররা যেটুকু লড়াই করতে পেরেছিল ইংল্যান্ড সেটুকুও পারল না।
তিতাস সাঁধু ও অর্চনা দেবীর দাপটে পাওয়ার প্লে-তে মাত্র ২২ রান তুলতে গিয়ে তিন উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। এরপর তারা আর ওই পরিস্থিতি থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারেনি। ভারতীয় বোলারদের দাপটে ১৭.১ ওভারে ৬৮ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। নিজের ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ টি উইকেট নিয়ে ভারতের সেরা বোলার হন বাংলার তিতাস।
যদিও সেমি ফাইনালে তারা মাত্র ৯৯ রান করেও অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল। কিন্তু এবার ফাইনালে তাদের রানটা বড্ড কমই মনে হচ্ছে। তিতাস ছাড়াও ২টি করে উইকেট নেন অহনা দেবী এবং সেমিফাইনালে ম্যাচের সেরা হওয়া প্রাসভি চোপড়া। একটি করে উইকেট নেন মান্নত কাশ্যপ শেফালী ভার্মা এবং সোনম যাদব।
আজ ফাইনালের আগে ভারতের সেরা ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম একজন নীরজ চোপড়া গোটা ভারতীয় দলের সঙ্গে দেখা করেন। তাদেরকে তিনি নিজের যাত্রা ও নানা অনুপ্রেরণামূলক কথা বলে ম্যাচের প্রতি উদ্বুদ্ধ করেন। এখন দেখা যাচ্ছে তার পেপটক ভালোই কাজে দিয়েছে। বাকি কাজটুকু এখন ভারতীয় ব্যাটারদের দায়িত্ব।