বাড়তি অর্থ নেই রেলের হাতে,নয়া ভাবনা

বাংলা হান্ট ডেস্ক ঃ কোনও বাড়তি অর্থ নেই রেলের হাতে এমনটাই স্বীকার করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

ভারতীয় রেলের পরিস্থিতি ব্যাখ্যা করতে লোকসভার জবাবে বক্তৃতায় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “রেলের হাতে বাড়তি অর্থ নেই বললেই চলে। কর্মীদের সপ্তম বেতন কমিশনের বর্ধিত ভাতা ও পেনশন দিতে গিয়ে রেলের অপারেটিং রেশিও এখন প্রায় ৯৮% অর্থাৎ ১০০ টাকা আয় করতে খরচ হচ্ছে ৯৪ টাকা।

Screenshot 2019 0716 103117নতুন বাজেটে লাইন রেলের লাইন পাতা, পুরনো লাইন পাল্টানো ইত্যাদি খাতে রেলের জন্য বরাদ্দ করা হয়েছে ৭২২৫ কোটি টাকা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর