গাড়ি দুর্ঘটনায় হারিয়েছেন হাঁটার ক্ষমতা! প্যারিস থেকে পদক এনে দেশের মুখ উজ্জ্বল করলেন একতা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের ভারতের মুখ উজ্জ্বল করলেন একতা ভয়ান (Ekta Bhyan)। গত রবিবার অর্থাৎ ১৬ই জুলাই, প্যারিসে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Para Athletics Championship 2023) চলমান সংস্করণে মহিলা ক্লাব থ্রো এফ ফিফটি ওয়ানে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই খবর আসা মাত্র এই খেলার সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা আনন্দ প্রকাশ করেছেন এবং একতাকে অভিনন্দন জানিয়েছেন।

যারা জানেন না তাদের জন্য উল্লেখ করা হলো যে ক্লাব থ্রো হল একটি অ্যাথলেটিক নিক্ষেপ ইভেন্ট যেখানে সর্বাধিক দূরত্বে নিক্ষেপের জন্য ডিস্কাস বা জ্যাভলীনের একটি কাঠের বোলিং পিন-আকৃতির মুগুর নিক্ষেপ করা হয়। খেলাটি গ্রীষ্মকালীন প্যারালিম্পিকের ডিসকাস, জ্যাভলীন এবং শট পাট সহ চারটি নিক্ষেপ সংক্রান্ত প্রতিযোগিতার মধ্যে একটি ইভেন্ট।

এই বিশেষ খেলায় ব্যবহৃত মুগুরটির ওজন প্রায় ৪০০ গ্রাম। এটি অলিম্পিকের হ্যামার থ্রো প্রতিযোগিতার প্যারা-অলিম্পিক সংস্করণ। প্রতিটি ক্রীড়াবিদ একটি অনমনীয় ফ্রেমে বসা অবস্থান থেকে ওই বিশেষ আকারের মুগুরটি ছুড়ে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করানোর চেষ্টা করেন। এই খেলাতেই ফের একবার দেশের মুখ উজ্জ্বল করেছেন একতা ভায়ান।

ইউক্রেনের প্রতিযোগী জোয়া ওভসিল (২৩.৯৮ মিটার) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী ক্যাসি মিচেলের (২০.৯৫ মিটার) পরে তৃতীয় স্থানে ফিনিশ করেছেন একতা। তার নিক্ষেপিত মুগুরটি ১৭.৯৩ মিটার দূরত্ব অতিক্রম করেছিল। তবে সেটি ব্রোঞ্জ জয়ের জন্য যথেষ্ট ছিল। এর আগে ২০১৮ সালে জাকার্তায় আয়োজিত এশিয়ান প্যারা গেমসে ভারতকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন তিনি। ওই বছরই ইএসপিএন তাকে বিশ্বের সেরা প্যারা অ্যাথলিটের পুরস্কার প্রদান করেছিল।

ekta

১৮৮৫ সালে হরিয়ানায় জন্ম নেওয়া একতা ২০০৩ সালে একটি গুরুতর গাড়ি দুর্ঘটনার শিকার হন। ওই গাড়ি দুর্ঘটনা তার স্নায়ুতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। বাড়িতে বসেই দিন কাটতো তার। বর্তমানে তার দুটি সন্তান রয়েছে। ২০১৫ সাল থেকে ফিটনেস ধরে রাখার জন্য এই খেলার সঙ্গে যুক্ত হন তিনি। ক্লাব থ্রো-এর পাশাপাশি ডিস্কাস থ্রো খেলাতে অংশগ্রহণ করে থাকেন তিনি। তার শারীরিক প্রতিবন্ধকতা তাকে খেলা বা জীবনকে উপভোগ করা থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। খেলার পাশাপাশি তিনি হরিয়ানা সরকারের এমপ্লয়মেন্ট অফিসার হিসেবেও কাজ করেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর