একবার চার্জেই ৩০০ কিলোমিটার! এই দিন লঞ্চ হতে চলেছে ভারতের দ্রুততম ইলেকট্রিক স্পোর্টস বাইক

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশের সর্বত্রই হু হু করে চাহিদা বাড়ছে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicle)। এমনকি, যত দিন এগোচ্ছে ততই মানুষ আকৃষ্ট হচ্ছে এগুলির প্রতি। মূলত, ক্রমবর্ধমান পেট্রোল-ডিজেলের খরচ এবং জ্বালানির কথা মাথায় রেখেই বৈদ্যুতিক বাইক এবং গাড়ি কেনার প্রতি ঝুঁকছেন অধিকাংশজন। শুধু তাই নয়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্দান্ত সব যানবাহন লঞ্চ করছে প্রস্তুতকারী সংস্থাগুলিও। এমতাবস্থায়, আপনি যদি একজন বাইকপ্রেমী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটি দুর্দান্ত সুখবর রয়েছে।

মূলত, গত ২৪ নভেম্বর আল্ট্রাভায়োলেট অটোমোটিভ (Ultraviolet Automotive) একটি ইলেকট্রিক স্পোর্টস বাইক লঞ্চ করতে চলেছে। যার নাম দেওয়া হয়েছে Ultraviolet F77। এই ইলেকট্রিক স্পোর্টস বাইকটিকে দুর্দান্ত লুক এবং শক্তিশালী ব্যাটারি সহ বাজারে লঞ্চ করা হচ্ছে। সর্বোপরি, একবার চার্জ দিলেই এই বাইকটি ৩০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

লঞ্চ হতে চলেছে Ultraviolet F77: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Ultraviolet Automotive কোম্পানি এই বৈদ্যুতিক বাইকটি প্রস্তুত করার জন্য প্রায় ৫ বছর যাবৎ গবেষণা করেছে। তারপরেই এই বাইকের দুর্দান্ত চেহারা এবং ফিচার্সগুলি ডিজাইন করা হয়েছে। জানা গিয়েছে, কোম্পানি এই ইলেকট্রিক বাইকটি মোট ৩ টি ভেরিয়েন্টে সামনে আনবে। যার মধ্যে রয়েছে এয়ারস্ট্রাইক, লেজার এবং শ্যাডো।

উল্লেখ্য যে, Ultraviolet F77 স্পোর্টস বাইকটি একটি হালকা ওজনের ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে। যাতে দ্রুতগতিতে বাইকটি সহজে পরিচালনা করা যায়। শুধু তাই নয়, এই ইলেকট্রিক বাইকটি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে ৩০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জ দেয়। যার ফলে এটি সহজেই লং ড্রাইভের জন্যও ব্যবহার করা যায়।

এছাড়াও, F77 ইলেকট্রিক বাইকটিতে ডুয়েল-চ্যানেল ABS, অ্যাডজাস্টেবল সাসপেনশন, মাল্টিপল ড্রাইভ মোড এবং রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম রয়েছে। যার কারণে এটি খুব সহজেই আকৃষ্ট করতে সক্ষম হবে ক্রেতাদের। পাশাপাশি, এই বৈদ্যুতিক বাইকে একটি TFT স্ক্রিনও রয়েছে। যা রাইডারকে সঠিক অবস্থান এবং মানচিত্র সম্পর্কিত তথ্য প্রদান করবে।

Ultraviolette F77 Teaser 1200x900 1

মাত্র ১০ হাজার টাকায় প্রি-বুকিং করুন: এই ইলেকট্রিক বাইকটি কেনার ক্ষেত্রে কোম্পানিটি ভারত সহ ১৯০ টি দেশে প্রি-বুকিং শুরু করেছে। যার জন্য মাত্র ১০ হাজার টাকা দিতে হবে ক্রেতাদেরকে। এই প্রসঙ্গে সংস্থাটি দাবি করেছে যে, এখনও পর্যন্ত ৭০ হাজারেরও বেশি গ্রাহক এই ইলেকট্রিক স্পোর্টস বাইকের জন্য প্রি-বুকিং করেছেন। পাশাপাশি, ক্রমশ এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলেও জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর