বাংলাহান্ট ডেস্কঃ ভারতে(india) হু হু করে বাড়ছে করোনা (corona virus) আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ইতিমধ্যেই চালু হয়েছে তৃতীয় পর্যায়ের লকডাউন। এরই মধ্যে মহারাষ্ট্র (Maharashtra) সরকার করোনাকে বাগে আনতে মুম্বাইয়ে (mumbai) চালু করল নতুন করোনা বাস।
ওরলির ন্যাশানাল স্পোর্টস ক্লাব থেকে এদিন এই বিশেষ বাসটি যাত্রা শুরু করে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাসটি চালু করেন মারাঠা দেশের মন্ত্রীরা। করোনায় ক্রমবর্ধমান রোগী সংকট সামাল দিতেই এই বিশেষ বাস।
অত্যাধুনিক করোনাভাইরাস টেস্টিং ল্যাব। যেখানে রয়েছে পরীক্ষার জন্য অত্যাধুনিক সরঞ্জাম। এক্স রে মেশিন সহ অনেক গুরুত্বপূর্ণ সরঞ্জাম পূর্ণ এই বাস দেশের প্রথম মোবাইল করোনা টেস্টিং ল্যাব। ঘনবসতি পূর্ণ ও বস্তি এলাকায় খুব সহজেই এই বাস বিপুল সংখ্যক মানুষের করোনা টেস্টিং করতে পারবে। মুম্বাইয়ে প্রথম এই বাস চালু হলেও দেশের অন্যান্য রাজ্য গুলিও খুব শীঘ্রই এই বাস নামাবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, দেশের মধ্যে করোনা সবচেয়ে ধ্বংসাত্মক রূপ নিয়েছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই সেখানে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫০৬ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৪৮৫ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৩৩৬।
সারা ভারতে করোনা যন্ত্রণা থেকে সুস্থ হয়ে ওঠার হার 22.7 শতাংশ বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা 27 হাজার 892 জন এবং মৃতের সংখ্যা 872 এছাড়াও এখন সম্পূর্ণ মুক্ত দেশের মধ্যে রয়েছে 297 টি জেলা। সব মিলিয়ে দেখা যাচ্ছে ধীরে ধীরে করোনা কে জয় করছে ভারত।কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশে গত 24 ঘন্টায় কোনো সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন 381 জন মানুষ সুস্থ হয়েছেন