২০১৯ বিশ্বকাপে ভারতের পরিকল্পনায় ভুল ছিল তাই হারতে হয়েছে ভারতকে: যুবরাজ সিং।

2019 ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে। সেই হার এখনো পর্যন্ত ভুলতে পারে নি ভারতীয় ক্রিকেট সমর্থকরা, কিছুতেই তারা যেন সে হারকে মেনে নিতে পারছেন না। কারণ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশা করেছিল যে এবার বিরাট কোহলির হাত ধরে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ আসতে চলেছে ভারতে। কিন্তু সেটা হল না সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় ভারতের। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। সেমিফাইনালে ভারতের হার প্রসঙ্গে যুবরাজ সিং বলেন যে বিশ্বকাপে ভারতের পরিকল্পনা সঠিক ছিল না আর তাই ভারতকে হারাতে হয়েছে সেমিফাইনাল নিউজিল্যান্ডের কাছে।

যুবরাজ সিংয়ের মতো বিশ্বকাপের আগে প্রায় এক বছর ধরে চার নম্বর পজিশনে  খেলানো হয়েছিল আম্বাতি রাইডু কে, ভালো পারফর্মেন্স করেছিল রায়াডু। কিন্তু হঠাৎ করেই বিশ্বকাপের আগে তাকে ছেঁটে ফেলা খুবই হতাশাজনক এটা ভারতের খুব বড় একটা ভুল বলে দাবি করেছেন যুবরাজ সিং। সেই সাথে যুবরাজ সিং এর মতে ঋষভ পন্থ এবং বিজয় শঙ্করের মতো অনভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্বকাপের মত বড় মঞ্চে নিয়ে গিয়ে ভারত ভুল করেছে।

59227859

যুবরাজ সিং বলেন বিশ্বকাপের আগে জাতীয় দলের হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিল বিজয় শঙ্কর, অপরদিকে খুব বেশি ম্যাচ খেলে নি ঋষভ পন্থ। তাই এই রকম অনভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে বড় মঞ্চে বড় ম্যাচে ভালো পারফর্মেন্স আশা কেমন করে করেছিলেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেটাই তিনি বুঝতে পারছেন না। সেই সাথে সেমিফাইনালে ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন যে 2011 বিশ্বকাপে ধোনি উপরে ব্যাটিং করতে এসেছিলেন কিন্তু 2019 বিশ্বকাপে কেন তিনি সাত নম্বরে ব্যাটিং করতে এলেন এই রহস্যজনক ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন 2011 বিশ্বকাপের ‘ম্যান অফ দ্যা টুর্নামেন্ট’ যুবরাজ সিং।

Udayan Biswas

সম্পর্কিত খবর