আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় (india) মহিলা দল দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছে। গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে গ্রুপ টপার হয়ে শেষ চারে পৌঁছে গিয়েছে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্দানারা। এবার শেষ চারের লড়াই ভারতের কাছে, তারপরেই ফাইনাল।
আগামী 5 ই মার্চ অর্থাৎ আগামীকাল ভারতীয় সময়ে সকাল নয়টা বেজে ত্রিশ মিনিটে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নামতে চলেছে ভারতীয় দল। সেমিফাইনালে ভারতীয় মহিলা দলের প্রতিপক্ষ ইংল্যান্ড মহিলা দল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান ক্রিকেট স্টেডিয়াম সিডনিতে।
একই দিনে একই স্টেডিয়ামে আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে। এই ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা বনাম এবারের বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ টি হবে ভারতীয় সময় 1 টা বেজে 30 মিনিটে।
আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নারী দিবসের দিন অর্থাৎ আগামী 8 ই মার্চ। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি শুরু হবে ভারতীয় সময় বেলা 12 টা বেজে 30 মিনিটে।