তৈরি হচ্ছে অত্যাধুনিক ডবল ডেকার ফ্লাইওভার, গোটা বিশ্বে নয়া কীর্তিমান স্থাপনের পথে ভারত

বাংলাহান্ট ডেস্ক : সারা ভারতবর্ষ জুড়ে চলছে আধুনিকতার এক নতুন পর্ব। কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সারাদেশ জুড়ে নিত্য নতুন এক্সপ্রেসওয়ে বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে সকলকে। এবার আরো এক নতুন অসাধ্য সাধন করতে চলেছে তারা। দেশে তৈরি হতে চলেছে ডাবল ডেকার ফ্লাইওভার। প্রথম পর্যায়ে এই ফ্লাইওভার তৈরি হবে মুম্বাই ও নাগপুরে।

প্রতিদিনের জ্যাম যন্ত্রণা ভারতবর্ষে নতুন নয়। ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে প্রতিনিয়ত রাস্তায় জ্যাম লেগে থাকা এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। দেশের সমস্ত বড় শহরে এই জ্যাম যন্ত্রণা দূর করতে নতুন পরিকল্পনা সরকারের। সরকারের দাবি অনুযায়ী ডবলডেকার ফ্লাইওভার তৈরির মাধ্যমে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে সাধারণ মানুষ।

জ্যাম যন্ত্রণা দূর করতে ফ্লাইওভার এক অন্যতম জনপ্রিয় মাধ্যম। রাস্তার উপর ফ্লাইওভার তার উপরে মেট্রো লাইন। একই সাথে মাটি ও ফ্লাইওভার এর মাধ্যমে যাতায়াত করবে গাড়ি। তারও উপর দিয়ে চলবে মেট্রো। ইতিমধ্যেই নাগপুরে এই প্রকল্পের সফল উদ্বোধন সম্ভব হয়েছে।

Screenshot 20210506 110400 Chrome

নাগপুরে সফলতা অর্জন করার পর মুম্বাইয়ে এই ধরনের ফ্লাইওভার তৈরির কাজ শুরু হতে চলেছে। সূত্রের খবর মুম্বাইতে তৈরি ডাবল ডেকার ফ্লাইওভারের উপরের অংশ দিয়ে চলবে যানবাহন এবং নিচের অংশে ছুটবে মেট্রো। পরবর্তী সময়ে দহিসার স্টেশন থেকে মীরা ভায়ান্দার স্টেশনের মধ্যে মেট্রো ছুটবে ফ্লাইওভারের উপর দিয়ে। ১১.৩৮৬ কিলোমিটার লম্বা এই লাইনে থাকবে ১০টি স্টেশন ও ৭টি এক্সটেনশন লাইন।৬ হাজার ৬০৭ কোটি টাকা ব্যয় এই প্রকল্পটি শুরু করতে চলেছে মোদি সরকার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর