পাঞ্জাবে মন্দিরে ঢুকে পুরোহিতের উপর এলোপাথাড়ি গুলি! বাঁচাতে যাওয়া কিশোরীও হল দুষ্কৃতীদের শিকার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পাঞ্জাবের ফিলৌরের ভাগসিঙ্ঘপুরা গ্রামে দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে পুরোহিতের উপর এলোপাথাড়ি গুলি চালায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার সকালে দুষ্কৃতীরা গ্রামের একটি মন্দিরে ঢুকে পুরোহিত সন্ত জ্ঞান (৩৯) এর উপর গুলি চালায়। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে পুরোহিত মাটিতে লুটিয়ে পড়েন। জানা গিয়েছে যে, পুরোহিতের শরীর থেকে ৩ টি গুলি উদ্ধার হয়েছে।

মন্দিরে পুরোহিতের উপর গুলি চালানোর সময় এক ১৮ বছর বয়সী নাবালিকা পুরোহিতকে বাঁচাতে যায়, তখন দুষ্কৃতীরা তাঁর উপরেও গুলি চালায়। দুজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনার খবর পাওয়ার পর DSP, SHO পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। মন্দিরে গিয়ে ওনারা তদন্ত করেন। আপাতত হামলাকারীদের গ্রেফতার করা যায়নি। পুরোহিতকে কেনই বা গুলি মারা হয়েছিল সেটাও জানা যায়নি।

দুজন আহতের অবস্থাই আশঙ্কাজনক জানা গিয়েছে। পুলিশের তরফ থেকে অভিযোগ দায়ের করে মামলার তদন্ত করা হচ্ছে আর অভিযুক্তদের তল্লাশি চালানো হচ্ছে।

X