Bangla Hunt Desk: ভারত (india) চীনের (china) মধ্যেকার বাড়তে থাকা উত্তেজনার বিষয়ে আবারও সরব হল আমেরিকা। সীমান্ত এলাকার এই সংঘর্ষের কারণে বেজিংকে সরাসরি দায়ী করছে আমেরিকা। সেইসঙ্গে স্পষ্টই জানিয়ে দিল, LAC-তে চীনের গতিবিধির উপরও নজর রাখছে আমেরিকা।
বেজিংকে দায়ী করল মার্কিন মুলুক
পূর্বেও ভারত চীনের সংঘর্ষের মাঝে সমঝোতা করাতে চেয়েছিল আমেরিকা। কিন্তু দুইপক্ষ রাজি না হওয়ায়, সরতে হয়েছিল আমেরিকাকে। তবে এবার তারা জানিয়েছে, বারংবার চীনের এই হামলার যোগ্য জবাব দিতে হবে ভারতকে। বেজিং-এর এই উস্কানিমূলক মোকাবেলা করার একমাত্র উপায় হল মুখোমুখী হতে হবে, একথা জানাল মেরিকি স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র। সেইসঙ্গে জানালেন, আমরা সর্বোতভাবে দুই দেশের মধ্যেকার এই সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধানের জন্য আশাবাদী।
বেজিং-এর উপর নজর রাখছে আমেরিকা
মুখপাত্র আরও জানালেন, যারা তাইওয়ান স্ট্রিট থেকে জিনজিয়াং, দক্ষিণ চীন সাগর থেকে হিমালয়, এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলির সাইবারস্পেস পর্যন্ত প্রতিবেশি দেশগুলির উপর অত্যাচার চালাচ্ছে, আমরা সেই চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে লড়াই করছি। বেজিংকে থামাতে হলে, একবার তাঁদের মুখোমুখী হতেই হবে।
চীনের পদক্ষেপ অত্যন্ত বিরক্তিকর
এই সংঘর্ষের বিষয়ে মার্কিন বিদেশমন্ত্রী মাইক পম্পেও এক অনুষ্ঠানে জানিয়েছেন, ‘বেইজিং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চরম আগ্রাসী নীতি গ্রহণ করছে, যা অত্যন্ত বিরক্তিকর। এই পদক্ষেপ একেবারেই গ্রহণযোগ্য নয়’।
প্রসঙ্গত, ২৯-৩০ শে আগস্ট রাতে চীনা সেনাবাহিনী প্যাংগং হ্রদের দক্ষিণ তীর অঞ্চলে স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টা করে ব্যর্থ হয়ে আবারও ৩১ শে আগস্ট রাতে অনুপ্রবেশের চেষ্টা করে। দুইক্ষেত্রেই ভারতীয় সেনাবাহিনী তাঁদের বাঁধা দেয়। এর ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে চাইনিজ সেনাবাহিনী।