বাংলাহান্ট ডেস্ক: বাঙালি মহিলা গোয়েন্দা বললে সবার প্রথমে নাম আসবে মিতিন মাসিরই। সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা গল্পগুলির ভক্ত আট থেকে আশি সকলেই। কিন্তু বাঙালি তো মহিলা গোয়েন্দা বলতে আরো একজনকে চেনে। তাকে ভুলে গেলে চলবে কীকরে? তিনি পরমা মিত্র, সকলের প্রিয় ‘গোয়েন্দা গিন্নি’ (Goyenda Ginni)।
হ্যাঁ, ঠিক ধরেছেন। ইন্দ্রানী হালদার (Indrani Halder) অভিনীত জনপ্রিয় এই সিরিয়াল খুব কম সময়েই সব্বার মন জয় করে নিয়েছিল। একজন গৃহবধূ যিনি সংসারের কাজ সামলে, স্বামীর সমর্থনে ক্ষুরধার বুদ্ধি দিয়ে সমাধান করতৈ থাকে একের পর এক রহস্যের। বাস্তব সংসারের গিন্নিদের পর্দার গিন্নির এই গোয়েন্দাগিরি বেশ পছন্দ হয়েছিল।
কিন্তু হঠাৎ করেই এক বছর পূর্ণ হওয়ার মুখেই আচমকা বন্ধ করে দেওয়া হয় এই সিরিয়াল। মন খারাপ হয়েছিল অনেকেরই। অপেক্ষা শুরু হয়েছিল দ্বিতীয় সিজনের। কিন্তু ইন্দ্রাণী ‘শ্রীময়ী’র শুটে ব্যস্ত হয়ে পড়েন। শ্রীময়ী শেষ হওয়ার পরে আবার প্রশ্ন উঠেছিল, এবার কি গোয়েন্দা গিন্নি ফিরবে পর্দায়?
ইন্দ্রাণী জানিয়েছিলেন, চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকে তাঁকে এ বিষয়ে যোগাযোগ করা হয়নি। তাই আপাতত কিছুদিনের বিরতি নিয়ে বড়পর্দার কাজ শুরু করবেন ইন্দ্রাণী। তবে সম্প্রতি পাওয়া খবর বলছে, গোয়েন্দা গিন্নির সিজন টু আসছে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা।
শোনা যাচ্ছে, আগামী এপ্রিল মাস থেকেই সিরিয়ালের শুটিং শুরু হয়ে যাবে। না, এখনো চ্যানেলের তরফে কোনো ঘোষনা হয়নি ঠিকই। কিন্তু জল্পনায় ইতি টানা যায়নি। আরো শোনা যাচ্ছে, ইন্দ্রাণী ছাড়াও পুরনো সিজনের সাহেব চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ বসুদেরও দেখা যেতে পারে দ্বিতীয় সিজনে।
এ বিষয়ে সংবাদ মাধ্যমকে ইন্দ্রানী জানান, সদ্য শেষ হয়েছে শ্রীময়ী। একটা সিরিয়াল শেষ হওয়ার পর অন্তত ছয় মাস বিরতিতে থাকতে চান তিনি। তবে সকলেই ফেরত চাইছেন গোয়েন্দা গিন্নিকে। তিনিও করতে চান। এখনো পর্যন্ত অবশ্য কিছুই জানা যায়নি নির্মাতাদের তরফে।