অস্ট্রেলিয়ায় কুলিগিরির পর দেশে নেই স্ট্রেচার! PCB-র অব্যবস্থায় কাঁধে চেপে মাঠ ছাড়লেন পাক তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলতে গিয়ে পাকিস্তানের (Pakistan Cricket Team) ক্রিকেটারদের হেনস্থা হওয়ার ছবি। এয়ারপোর্টে নামার পর কোনওরকম ব্যবস্থা না থাকায় একটি ট্রাক ডেকে তাতে নিজেদের মালপত্র নিজেরাই কুলির মত তুলছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা।

যদিও পাকিস্তানের সীমিত ওভারের নতুন অধিনায়ক শাহীন আফ্রিদি (Shaheen Afridi) জানিয়েছেন যে ওই বিমান থেকে নামার পর তাদের খুব দ্রুত আরেকটি বিমান ধরতে হতো। সেই সময় বিমানবন্দরে মাত্র দুজন তাদের সাহায্যের জন্য ছিল। সেই জন্য তারা নিজেই কাজটা করে নেওয়ার উদ্যোগ নিয়েছে। আফ্রিদি আরো মন্তব্য করেছেন যে পাকিস্তান দল একটি পরিবারের মত এবং একে অপরের লাগেজ বহনের ব্যাপারটা তাদের কাছে কোন লজ্জার ব্যাপার নয়।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের যে ঘটনা ঘটলো তা দেখলে একটু হয়তো অস্বস্তিতেই পড়বেন আফ্রিদি। ইউনাইটেড ব্যাংক স্পোর্টস কমপ্লেক্সে চলছিল ‘ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে’ রাওয়ালপিন্ডি বনাম শিয়ালকোট ম্যাচ। সেই ম্যাচ চলাকালীন পায়ের পাতায় মারাত্মক আঘাত পান পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খান (Shadab Khan)।

আরও পড়ুন: ৩০ দিনের মধ্যে কোহলিকে শতরানের রেকর্ড ভাঙবে শান্ত! আত্মবিশ্বাস ভরা গলায় হুঙ্কার বাংলাদেশ ভক্তদের

পায়ের পাতার সঙ্গে আইসব্যাক বেঁধে দেওয়া হয় কিন্তু তাকে মাঠের বাইরে নেওয়ার জন্য স্ট্রেচারের বন্দোবস্ত দেখা যায়নি। শেষপর্যন্ত এক সতীর্থর কাঁধে চেপেই মাঠ ছাড়তে হয় এই তারকা অলরাউন্ডারকে!

আরও পড়ুন: হাতে নেই কোহলি বা রোহিত! দক্ষিণ আফ্রিকার মাটিতে মান বাঁচাতে BCCI-এর সবচেয়ে বড় ভরসা এই তারকা

এই দৃশ্য দেখার পর অনেকেই কখনো যে তাহলে কি হাড়োয়া ক্রিকেটকে আর গুরুত্ব দিতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)? এমন দৃশ্য কোন দেশের ক্রিকেটের উন্নতির ভাবনা বহন করে না। প্রতিবেশী দেশগুলি পাকিস্তানের ক্রিকেটকে ব্যঙ্গ করতেও ছাড়ছে না।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর