জ্বালানির দাম থেকে হন চিন্তামুক্ত! বাইক-স্কুটারে এই যন্ত্র ইনস্টল করলেই ১৫১ কিমি যেতে খরচ হবে মাত্র ৫ টাকা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) ব্যবহার। মূলত, পরিবেশ দূষণ হ্রাস করতে এবং জ্বালানির বিপুল দাম থেকে রেহাই পেতে এই যানবাহনের প্রতি আকৃষ্ট হচ্ছেন সকলে। এমনকি, ক্রমবর্ধমান চাহিদার ওপর ভর করে একের পর এক বৈদ্যুতিক সাইকেল, স্কুটার এবং গাড়ি লঞ্চ করছে সংস্থাগুলি। তবে সেগুলি নতুন কেনার ক্ষেত্রে খরচের পরিমাণ হয় অনেকটাই।

এমতাবস্থায়, আপনি যদি আপনার কাছে থাকা স্কুটার বা বাইকটিকে বৈদ্যুতিক যানবাহনে রূপান্তর করতে চান সেক্ষেত্রে সস্তায় রয়েছে একটি দুর্দান্ত সুযোগ। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

Installing this device on a bike-scooter will cost only 5 rupees to travel 151 km

মূলত, সাম্প্রতিক সময়ে বাজারে নতুন বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি, কিছু কোম্পানি আগে থেকে কিনে রাখা বাইক, স্কুটার, গাড়ির জন্য ইলেকট্রিক কনভার্সন কিট নিয়ে কাজ করছে। এমন পরিস্থিতিতে, আপনি যদি আপনার কাছে থাকা স্কুটার বা বাইকে এই কিটটি ইনস্টল করেন সেক্ষেত্রে ১০০ কিলোমিটার রেঞ্জের সফর করতে আপনার মাত্র ৫ থেকে ১০ টাকা খরচ হবে।

আরও পড়ুন: লাগবে না পেট্রোল, ডিজেল! Tata Nano-কে সোলার কার বানিয়ে সবাইকে অবাক করলেন বাঁকুড়ার ব্যক্তি

ইতিমধ্যেই মুম্বাইতে স্থিত EV স্টার্টআপ GoGoA1 এমন একটি ইলেকট্রিক কনভার্সন কিট লঞ্চ করেছে। যেটি সম্পর্কে কোম্পানির পোর্টালে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই কিটটি যেকোনো বাইক এবং স্কুটারে ফিট হয়ে গিয়ে সেটিকে সম্পূর্ণ বৈদ্যুতিক করে তোলে। পাশাপাশি, কোম্পানি সূত্রে দাবি করা হয়েছে যে, এই কিট বসানোর পর ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে। এছাড়াও, কোম্পানির এই কিট RTO দ্বারা অনুমোদন পেয়েছে।

আরও পড়ুন: আধ ঘন্টা চার্জেই চলবে ৫০০ কিমি! Tata-র এই দুর্দান্ত বৈদ্যুতিক গাড়ির দাম এবং ফিচার্স জানলে চমকে উঠবেন

এই কিটের দাম: এই প্রসঙ্গে কোম্পানির পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Honda-র জনপ্রিয় Activa স্কুটারের ক্ষেত্রে এই কনভার্সন কিটটি ৬০,০০০ টাকায় বিক্রি হচ্ছে। যেটিতে, হাব মোটর, ব্যাটারি, ইলেকট্রনিক কম্পোনেন্ট এবং চার্জার মিলিয়ে মোট ৬০,০০০ টাকায় একটি স্কুটারকে বৈদ্যুতিকে রূপান্তর করা যেতে পারে। এই কিট ইনস্টল করার পরে, ওই স্কুটার ৬০ কিলোমিটার যেতে পারবে। উল্লেখ্য যে, একটি বড় ব্যাটারির সাথে এটি যদি বাইকে ইনস্টল করা যায় সেক্ষেত্রে ১৫১ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যেতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর