করোনা রুখতে ১০ নির্দেশিকা জারি নবান্নের, মানতে হবে প্রতিটি বেসরকারি কর্মীদের

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) বেলাগাম বাড়ছে করোনা (covid-19) সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই, তা আবারও ভয়াবহ আকার ধারণ করতে চলছে। বেশকিছু রাজ্যে নাইট কার্ফু বা করোনার বিরুদ্ধে অন্য কোন কড়া পদক্ষেপ নেওয়া গেলেও, এরাজ্যে ভোট মরশুম চলায় সেসব কিছুই করা সম্ভব হচ্ছে না।

শনিবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৮ হাজার এবং মৃতের সংখ্যা ৩৪ জন। বাংলায় এই পরিস্থিতিতে শনিবার একটি অ্যাডভাইসারি জারি করা হয়েছে নবান্ন থেকে। সেখানে ১০ দফা পরামর্শের উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে-

118078920 gettyimages 1232330525

  • বাজার, সরকারি-বেসরকারি পরিবহণ অর্থাৎ যেখানে যেখানে মানুষের ভিড় তৈরি হচ্ছে, সেখানে অবশ্যই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
  • করোনা সংক্রমণ এড়াতে মানতে হবে করোনা বিধি নিষেধ, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
  • সপ্তাহে অন্তত একবার করে সরকারি-বেসরকারি কর্মক্ষেত্র, শিল্পাঞ্চল, বাণিজ্যিক বহুতলে জীবাণুনাশকর‌ণের ব্যবস্থা করতে হবে।

268505 coro

  • কর্মক্ষেত্রে মাস্ক, সামাজিক দূরত্ববিধি আবশ্যক।
  • সরকারি দফতরে কোনভাবেই ৫০ শতাংশের বেশি কর্মচারী রাখা যাবে না।
  • স্টেডিয়াম, সুইমিং পুলে প্রব্বশের পূর্বে সরকারী নির্দেশিকা মান্য করতে হবে।

316310 142454 nvdxyloeqq 1591347468

  • ভিড় এড়াতে হবে দোকান, বাজার, ব্যবসায়িক প্রতিষ্ঠানে।
  • ওয়ার্ক ফর্ম হোম, শিফট ডিউটি চালু করতে হবে বেসরকারি সংস্থাগুলিতে।
  • থার্মাল স্ক্রিনিং পদ্ধতি এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে শপিং মল, মাল্টিপ্লেক্স, থিয়েটার, রেস্তোরাঁয়।
  • স্যানিটাইজেশন করতে হবে বাজারেও।

Smita Hari

সম্পর্কিত খবর