রেডি রাখুন মোটা সোয়েটার! 0°C এ পৌঁছবে তাপমাত্রা, সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর

বাংলা হান্ট ডেস্ক : গত কয়েক দিন ধরে শীতের (Winter) বিদায়ের যে গুনগুন শোনা যাচ্ছিল তাতে উলটপুরান হবে বলেই জানাল আবহাওয়া দফতর (Weather Office)। চোখ রাঙিয়ে শীতের দাপটই বহাল থাকবে আরও কিছুদিন। আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস জানুয়ারিতেই (January) বিদায় নিচ্ছেনা শীত।

কী জানা যাচ্ছে? সোমবার থেকে রাজধানী ও আশেপাশের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহ (Cold Wave) শুরু হতে চলেছে, যা আগামী তিনদিন, অর্থাৎ বুধবার অবধি এই জারি থাকবে বলে জানা যাচ্ছে। এই সময়ে দিল্লি সহ সংলগ্ন রাজ্যগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে । শুধু দিল্লি বা আশেপাশের রাজ্যই নয় ঘন কুয়াশা সহ প্রবল ঠান্ডা থাকার সম্ভাবনা উত্তর প্রদেশে (Uttar Pradesh) হরিয়ানা(Haryana), পঞ্জাব (Punjab) রাজস্থানেও (Rajasthan )।

যেখানে বিগত কিছুদিন ধরে শীতের বিদায় নেওয়ার যে পূর্বাভাস পাওয়া যাছিল, সেই সবটাই ভূল প্রমান করে আবারও আধিপত্য কায়েম করতে চলেছে শীত, আবহাওয়া দফতর সূত্রে এমনটাই পূর্বাভাস। সোমবার থেকে ফের নতুন করে শৈত্যপ্রবাহ প্রবাহিত হবে দিল্লি ও সংলগ্ন অঞ্চলের উপর দিয়ে এমনটাই জানা যাচ্ছে। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৭ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের একাধিক অংশে তাপমাত্রার কিছুটা পতন ঘটতে পারে। যার ফলে আরও বেশ কিছুটা জাঁকিয়ে পরতে চলেছে শীত। ২০১৯ সালের সর্বোচ্চ কুয়াশার পর এ বছর জানুয়ারিতেই ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে ঘন কুয়াশাও রেকর্ড করা হয়েছে। শৈত্যপ্রবাহের দরুন আগামী ৫ দিন রাতে ও ভোরে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও উত্তর প্রদেশ ঘন কুয়াশায় আছন্ন থাকবে বলে ধারণা করা হচ্ছে।

weather

তাই এই প্রবল ঠান্ডা থেকে রেহাই পেতে মোটা সোয়েটার, মাথা, গলা, হাত ও পা ঢাকা পোশাক পরার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি হিটার ব্যবহারের সময় ন্যূনতম হাওয়া চলাচলের ব্যবস্থা রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে যাতে করে বিষাক্ত গ্যাসে কেউ অসুস্থ না হয়ে পড়েন । এছাড়া প্রয়োজন ব্যাতিত বাইরে অযথা না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর