৮ মার্চই কেন আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়? ইতিহাস জানলে অবাক হয়ে যাবেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মার্চ মাসের ৮ তারিখ, ক্যালেন্ডারের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায় যে, আজ আন্তর্জাতিক নারী দিবস (International Womens’ Day)। আজকের দিনে দাঁড়িয়ে আন্তর্জাতিক নারী দিবসকে সমাজের নানান ক্ষেত্রে উৎসব হিসেবে পালন করা হলেও, আদতে আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে নারীদের সংগ্রাম আর সাফল্যের প্রতীক।

আন্তর্জাতিক নারী দিবসের (International Womens’ Day) ইতিহাস

কিন্তু এটা জানেন কি, ৮ মার্চ দিনটিকেই কেন নারী দিবস হিসেবে পালন করা হয়? প্রথম কবে এই দিনটির উদযাপন করা হয়েছিল জানা আছে আপনার? আজকের প্রতিবেদনে আমরা এই বিশেষ দিনটির ইতিহাস নিয়েই বিস্তারিত আলোচনা করব। জানা গিয়েছে, প্রথম ১৯১১ সালে উদযাপন শুরু হয়।অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইজারল্যান্ডে প্রথমবার পালিত হয় দিনটি।

আরও পড়ুন : ফের জমবে TRP-র যুদ্ধ, মুখোমুখি দুই চ্যানেল, কখন দেখবেন সোনার সংসার-পরিবার অ্যাওয়ার্ড?

প্রসঙ্গত উল্লেখ্য, ভালো বেতন, কম কাজের সময় ও ভোটাধিকারের দাবিতে ১৯০৮ সালে নিউ ইয়র্কে ১৫,০০০ নারী মিছিলে অংশ নিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই ১৯০৯ সালের ২৮শে ফেব্রুয়ারি প্রথম জাতীয় নারী দিবস ঘোষণা করা হয় আমেরিকার সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে। এরপর অবশ্য ১৯১০ সালে জার্মানির সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসের প্রস্তাব আসে।

আরও পড়ুন : নায়ক নায়িকার প্রেমে কাঁচি, রোম্যান্স জমে ওঠার আগেই TRP-র কোপে জলসার মেগা

পরবর্তীকালে, ১৯১১ সালে ইউরোপের চারটি দেশে প্রায় ১০ লক্ষেরও বেশি মানুষকে নিয়ে প্রথমবার আন্তর্জাতিক নারী দিবস (International Womens’ Day) পালিত হয়। এরপর রাশিয়ায় নারীরা ১৯১৭ সালে ২৩ ফেব্রুয়ারি খাদ্য সংকট ও প্রথম বিশ্বযুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এই আন্দোলনের জেরেই জার নিকোলাস দ্বিতীয়কে ছাড়তে হয়েছিল ক্ষমতা এবং ভোটাধিকার পেয়েছিল রাশিয়ার নারীরা।

International Womens' Day history

১৯১৭ সালে রাশিয়ার নারী আন্দোলনের সময় সেখানে ২৩ ফেব্রুয়ারি ছিল, কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ৮ মার্চ। তাই নারী দিবস পালন শুরু হয় ৮ মার্চ। ১৯৭৫ সালে রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় আন্তর্জাতিক নারী দিবসের (International Womens’ Day) কথা এবং বিশ্বব্যাপী পালনের সূচনাও হয়। বর্তমানে দিনটি বিশ্বজুড়ে উৎসাহের সাথে পালিত হয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X