এই জিনিসটা দুবার ফ্রি’তে পেলেও তৃতীয়বার থেকেই টাকা লাগে! উত্তর শুনলে অবাক হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : চাকরি পেতে গেলে আমাদের লিখিত পরীক্ষায় বসতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আমাদের ডাকা হয় ইন্টারভিউ রাউন্ডে। লিখিত পরীক্ষার মতোই গুরুত্বপূর্ণ এই ইন্টারভিউ রাউন্ড। ইন্টারভিউ রাউন্ডে চাকরিপ্রার্থীদের বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।

অনেক সময় এই প্রশ্নগুলি সাধারণ জ্ঞানের হয়, আবার অনেক সময় চাকরিপ্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাই করার জন্য সহজ প্রশ্ন ঘুরিয়ে ধরা হয়। অনেকে উপস্থিত বুদ্ধির অভাবে সেইসব প্রশ্নের উত্তর দিতে পারেন না। কিন্তু বর্তমান ইন্টারনেট যুগে কোনও কিছুই অসম্ভব না।

চাকরি প্রার্থীরা যাতে ইন্টারভিউ রাউন্ডে ঘাবড়ে না যান সেই উদ্দেশ্যে বর্তমানে সোশ্যাল মাধ্যমে বিভিন্ন ধরনের ইন্টারভিউ রাউন্ডের প্রশ্ন ও উত্তর ভাইরাল হয়েছে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের অবশ্যই এই প্রশ্ন ও উত্তরগুলিতে নজর রাখা উচিত। আজকের এই প্রতিবেদনে আমরা এমনই কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে কথা বলব।

 

১) প্রশ্নঃ প্রতি লিটার বৃষ্টি জলে প্রায় কত পরিমান কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকে?

উত্তরঃ ০.০৩ ঘনশ্যামী।

২) প্রশ্নঃ ভূমিকম্পের কোন তরঙ্গটি সবচেয়ে
শক্তিশালী?

উত্তরঃ পি তরঙ্গ।

৩) প্রশ্নঃ ২০৫০ সাল নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রার বৃদ্ধির পরিমাণ কত হবে?

উত্তরঃ ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

৪) প্রশ্নঃ কত ডেসিবেল শব্দে কানের পর্দা ফেটে যেতে পারে?

উত্তরঃ ১৬০ ডেসিবেল।

৫) প্রশ্নঃ কাকে ভারতের চিংড়ির রাজধানী বলা হয়?

উত্তরঃ অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলাকে।

 

৬) প্রশ্নঃ কোন গাছ থেকে রজন প্রস্তুত করা হয়?

উত্তরঃ পাইন গাছ।

৭) প্রশ্নঃ শহরের পরিত্যক্ত জঞ্জাল পুড়িয়ে যে শক্তি উৎপাদন করা হয় তার নাম কি?

উত্তরঃ ওয়েস্ট গার্বেজ রিসাইকেলিং এনার্জি।
৮) প্রশ্নঃ কোন নদী ‘Sky River’ নামে পরিচিত?

উত্তরঃ ব্রহ্মপুত্র নদ।

৯) প্রশ্নঃ ভারতের উপকূলীয় মাটি সৃষ্টি হয়
কিভাবে?

উত্তরঃ সামুদ্রিক জলোচ্ছ্বাস ও জোয়ার ভাটার কারণে।

১০) প্রশ্নঃ ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি?
উত্তরঃ কান্ডালা, গুজরাট।

personality development tips 5 body language mistakes to avoid in interview compressed

 

১১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে জাতীয় সড়কপথের দৈর্ঘ্য বেশি?

উত্তরঃ উত্তর প্রদেশ।

১২) প্রশ্নঃ ভারতের সিলিকন ভ্যালি বা তথ্যপ্রযুক্তির প্রাণকেন্দ্র কোন শহরকে বলে?

উত্তরঃ বেঙ্গালুরুকে।

১৩) প্রশ্নঃ মানুষের বেঁচে থাকতে ঘরে কত অক্সিজেনের প্রয়োজন হয়?

উত্তরঃ ১৭৫ গ্যালন।

১৪) প্রশ্নঃ ইটাই ইটাই রোগের জন্য কোন ধাতু দায়ী?

উত্তরঃ ক্যাডমিয়াম।

১৫) প্রশ্নঃ কী সেই জিনিস যা আমরা দু’বার
ফ্রিতে পাই, কিন্তু তৃতীয়বার টাকা লাগে?

উত্তরঃ দাঁত (জন্মের প্রথম দু’বার দাঁত এমনই গজায়, কিন্তু এরপর দাঁত পেতে হলে ডাক্তারের সাহায্য নিতে হয় এবং টাকা লাগে)।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর