দশম পাসদের জন্য চাকরির বিজ্ঞপ্তি দিল ইন্ডিয়ান অর্ডানেন্স ফ্যাক্টরি

বাংলাহান্ট ডেস্কঃ ইন্ডিয়ান অর্ডানেন্স ফ্যাক্টরিগুলি হল প্রাচীনতম এবং বৃহত্তম শিল্প সেটআপ যা প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা উত্পাদন বিভাগের অধীনে কাজ করে। অর্ডানেন্স ফ্যাক্টরি বোর্ড, প্রতিরক্ষা উত্পাদনে ২০০ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন একটি সংস্থা।যা ভারতের স্থল , নৌ ও বায়ু বাহিনীকে প্রতিরক্ষার বিভিন্ন সরঞ্জাম তৈরি করে দেয়। পণ্য এবং পরিষেবার মানের জন্য নিঃসন্দেহে এই সংস্থা সশস্ত্র বাহিনীর পিছনের শক্তি। সশস্ত্র বাহিনীকে যুদ্ধক্ষেত্রের সরঞ্জামে সাথে সজ্জিত করাই এই সংস্থার প্রধান লক্ষ্য।

এই ইন্ডিয়ান অর্ডানেন্স ফ্যাক্টরি সম্প্রতি টেড আপ্রেন্টিস পদের জন্য বিজনপ্তি জারি করেছে। মোট শূন্যপদ ৬০৬০ টি। সারা ভারতের বিভিন্ন অর্ডানেন্স ফ্যাক্টরিতে হবে নিয়োগ। আবেদন করতে পারবেন ১০ জানুয়ারি থেকে। দশম পাস দের ক্ষেত্রে মাধ্যমিক বা সম মানের কোনো পরীক্ষায় পেতে হবে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর।একই সাথে গনিত, ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞানে থাকতে হবে ৪০ শতাংশ নম্বর।

army jawan killed in pak shelling india hits 3 of their posts

জেনে নিন বিশদে

আবেদন শুরু করার তারিখঃ ১০ জানুয়ারি ২০২০

আবেদন করার শেষ তারিখঃ ৯ ফেব্রুয়ারি ২০২০

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

পদঃ ট্রেড আপ্রেন্টিস

কর্মস্থলঃ সারা ভারত

শূন্যপদ– ৬০৬০

শিক্ষাগত যোগ্যতাঃ দশম পাস ও আই টি আই 

বয়সঃ ১৫ থেকে ২৪ বছরের মধ্যে

জাতীয়তাঃ ভারতীয়

আবেদন মূল্যঃ ৬০০ ( sc, st , pwd দের জন্য ১০০ টাকা)

ওয়েবসাইটঃ https://ofb.gov.in/

ad

সম্পর্কিত খবর