২০২০ আইপিএল শুরু হচ্ছে ধোনি বনাম রোহিত দৈরত্ব দিয়ে।

Published On:

প্রকাশিত হয়ে গেল 2020 আইপিএলের সূচিপত্র। এবারের আইপিএল শুরু হতে চলেছে ধোনি বনাম রোহিত অর্থাৎ চেন্নাই বনাম মুম্বাই ম্যাচ দিয়ে। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ 29 শে মার্চ, এটাই এবারের আইপিএলে উদ্বোধনী ম্যাচ।

এই ওয়াংখেড় স্টেডিয়ামেই 2011 সালে ভারত বিশ্বকাপ জিতেছিল। এছাড়াও গত বছর অর্থাৎ 2019 সালের আইপিএল ফাইনাল ম্যাচও এখানেই হয়েছিল। আর এবার 2020 সালের আইপিএল উদ্বোধনী ম্যাচটিও এখানেই হতে চলেছে।

এই মুহূর্তে বিসিসিআই এর তরফে শুধু মাত্র আইপিএলের গ্রুপ লীগের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু নকআউট পর্বের ম্যাচ গুলির সূচী এখন প্রকাশ করা হয় নি। কিন্তু এবারের আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে 24 শে মে। এবারের আইপিএলে শুধুমাত্র রবিবার দুটি করে ম্যাচ রাখা হয়েছে। সেই জন্য 44 দিনের বদলে 50 দিন ধরে চলবে এবারের আইপিএল।

X