বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এ প্রথমবারের মতো, পরাজিত দলের একজন ক্রিকেটার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আইপিএলের ১৫ বছরের ইতিহাসেও এমন ঘটনা বিরল। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বোলিং করে গুজরাট টাইটান্সের পাঁচ খেলোয়াড়কে ফেরত পাঠানো জম্বু কাশ্মীরের পেসার উমরান মালিক গতকাল রাতের আইপিএল ম্যাচে সেরা নির্বাচিত হন।
গুজরাট টাইটান্স এই ম্যাচে শেষ বল অবধি গিয়ে তবে পাঁচ উইকেটে জয় পেয়েছে। ম্যাচের পরে, একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে ম্যাচ শেষে গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া উমরানকে জাপটে ধরে আছেন এবং এই তরুণ ফাস্ট বোলার হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন।
Sorry senior 😅#HardikPandya #UmranMalik #IPL2022 #Cricket pic.twitter.com/Vv1MpMwwjW
— Wisden India (@WisdenIndia) April 27, 2022
এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ক্ষমা করবেন সিনিয়র!’ এই ছবিটি মজার ছলেই শেয়ার করা হয়েছে এবং তাতে মন্তব্যও রয়েছে মজার। একজন ভক্ত লিখেছেন যে উমরান হার্দিকের স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের কাছে ক্ষমা চাইছেন যিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
আসলে গতকাল ম্যাচে মাত্র ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন কাশ্মীরি পেসার। তার পাঁচ শিকারের মধ্যে অন্যতম ছিলেন হার্দিক পান্ডিয়া। অফস্টাম্পের বাইরে করা উমরানের শর্ট বল হুক করতে গিয়ে টাইমিংয়ে ভুল হওয়ায় থার্ডম্যানে ধরা পড়েন হার্দিক। তার প্রায় প্রতিটি ম্যাচ দেখতেই মাঠে উপস্থিত থাকেন তার স্ত্রী নাতাশা। তাই ইয়ার্কির ছলে নাতাশার কাছে উমরানের ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। বাস্তবে এমন ঘটেছে বলে দাবি করেননি কেউই।