মাত্র ২৩ বছর বয়সেই অভাবনীয় রেকর্ড রশিদ খানের! ধারে কাছে নেই অন্য কোনও বোলার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গুজরাট টাইটান্সের আফগান লেগ-স্পিনার রশিদ খান এই আইপিএলেও নিজের পরিচিত ছন্দে আছেন। গতকাল ১০ই মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলা আইপিএল ম্যাচে তিনি নিজের হাতে লোকেশ রাহুলের দলের মিডল অর্ডারকে ভেঙেছেন। কাল হতশ্রী ব্যাটিং করে ১৫ ওভারের মধ্যেই সঞ্জীব গোয়েঙ্কার দল ৮২ রানে অল-আউট হয়ে গিয়েছিল। রশিদ খানের দুরন্ত বোলিং ৪ উইকেট নিয়েছিলেন।

আফগানিস্তানের ২৩ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটারের দুরন্ত পারফরম্যান্স কাল তাকে একটি বিরল নজির গড়ে টয়লেটে সাহায্য করেছে। যে নজির তার আগে মাত্র দুজন ক্রিকেটারের আছে। রশিদ খান এই মুহূর্তে বিশ্বের সবরকম আন্তর্জাতিক টি টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। তার সামনে রয়েছেন শুধু ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্র্যাভো এবং দক্ষিণ আফ্রিকান তারকা ইমরান তাহির।

Bravo Tahir

মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে ৪ টি উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৫০ উইকেটের মালিক হয়েছেন রশিদ খান। তিনি তৃতীয় বোলার যিনি টি টোয়েন্টিতে এই অভূতপূর্ব মাইলফলক ছুঁয়েছেন। আর সেইসঙ্গে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসাবেও এই বিশেষ মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। তার আগে থাকা দুজনের কেরিয়ারই এখন শেষের পথে। কিন্তু রশিদ এখনও ১০-১৫বছর ক্রিকেট খেলবেন। তাই তিনি যে কোথায় গিয়ে দাঁড়াবেন শেষ অবধি তা ধারণা করা সম্ভব নয়।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী
• ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ)- ৫৮৭ উইকেট
• ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)- ৪৫১ উইকেট
• রশিদ খান (আফগানিস্তান)- ৪৫০ উইকেট
• সুনীল নারায়ন (ওয়েস্ট ইন্ডিজ)- ৪৩৭ উইকেট


Reetabrata Deb

সম্পর্কিত খবর