মীরার মতই কৃষ্ণসেবায় কাটাতে চান বাকি জীবন! স্বেচ্ছাবসরের আর্জি জানালেন আইপিএস ভারতী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ পেশায় একজন বাঘা পুলিশ অফিসার। কিন্তু হরিয়ানার (haryana) ক্যাডারের আইপিএস অফিসার  (ips officer) ভারতী অরোরা (bharti arora) এখন স্বেচ্ছাবসরের জন্য আর্জি জানিয়েছে। থাকতে চাইছেন না আর এই পেশায়। এবার বাকি জীবনটা কাটাবেন ভগবান শ্রীকৃষ্ণের (Shree Krishna) চরণ তলে, এমনই ইচ্ছা এই যুগের মীরাবাঈ ভারতী অরোরার।

আসন্ন ১ লা আগস্ট ৫০ বছর বয়সী হবেন আইপিএস অফিসার ভারতী অরোরা। আর এদিনই চাকরী জীবনের ইতি টানতে চাইছেন তিনি। গোটা বিশ্বের কাছে শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করে, শ্রীকৃষ্ণ সেবা এবং সাধনা করেই কাটিয়ে দিতে চান তিনি। শুনতে কেমন একটা সিলভার স্ক্রীনের গল্প বলে মনে হলেও, বাস্তবে ঠিক এমনটাই ঘটছে। তবে হরিয়ানা পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ভারতী অরোরার আবেদন খতিয়ে দেখে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার ভারতী অরোরা বর্তমানে আম্বালা রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল পদে নিযুক্ত রয়েছেন। ১৯৯৮ সালের ৭ ই সেপ্টেম্বর আইপিএস অফিসার পদে নিযুক্ত হয়েছিলেন। তবে বর্তমানে শ্রীকৃষ্ণের সেবা করার জন্য নিজের চাকরী জীবনের ইতি টানতে চাইছেন এই আইপিএস অফিসার। চিঠি দিয়ে নিজের স্বেচ্ছাবসরের আর্জিও জানিয়েছেন তিনি। তবে নিয়ম মাফিক ৩ মাসে আগে নোটিশ না দিতে পাতায়, তা মুকুবেরও আর্জি জানিয়েছেন তিনি।

চিঠিতে ভারতী অরোরা লিখেছেন, ‘এই চাকরীটা আমার কাছে আবেগের, গর্বের। মানুষের সেবা করে এই চাকরীর মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছি বলে, আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি হরিয়ানার প্রতিও কৃতজ্ঞ। তবে বর্তমানে জীবনের চূড়ান্ত লক্ষ্য পূরণ করতে চাই। চৈতন্য মহাপ্রভু, গুরু নানক দেব, কবীরদাস, তুলসিদাস, সুরাদাস, মীরাবাঈয়ের মতই বাকি জীবনটা শ্রীকৃষ্ণের সেবা করে কাটাতে চাই’।

সম্পর্কিত খবর

X