বাংলার মুখ উজ্জ্বল করল ইরাদ্রী! দেখুন, জেইই (মেন) পরীক্ষায় কীভাবে সফল হলেন তিনি

বাংলাহান্ট ডেস্ক : শিলিগুড়ির ইরাদ্রী বসু খাউন্ড জেইই (মেন) পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অর্জন করলেন। এই পরীক্ষায় তার পার্সেন্টাইল ৯৯.৯৯৩৪। শিলিগুড়ির যে কোচিং সেন্টারে পড়াশোনা করতেন ইরাদ্রী, মঙ্গলবার সকালে সেখান থেকেই তাকে প্রথম খবর দেওয়া হয়। খবর জানার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ইরাদ্রী ও তার পরিবার।

শিলিগুড়ির এই কৃতি ছাত্রের এখন লক্ষ্য, জেইই (অ্যাডভান্সড) পরীক্ষায় ভালো ফল করে, দেশের নামকরা কোনও আইআইটিতে নিজের অ্যাডমিশন পাকা করা। বছর সতেরোর ইরাদ্রীর বক্তব্য, তার প্রিয় বিষয় হল অংক। তবে সে ভবিষ্যতে পড়াশোনা করতে চায় কম্পিউটার সাইন্স নিয়ে।  ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই) নিয়েও আগ্রহ রয়েছে তার।

আরোও পড়ুন : দুটো কচুরি আর টাকার আশায় আজও হাত পাতেন! শিয়ালদার আশি বছরের বৃদ্ধার কাহিনী চোখে জল আনবে

তবে পেশা হিসেবে কী বেছে নেবেন, সেই বিষয়টি এখনো তার কাছে পরিষ্কার নয়। শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা ইরাদ্রী। তার বাবা সরবন খাউন্ড মালবাজারের একটি স্কুলের শিক্ষক। মা বৈজয়ন্তী বসু একটি বিউটি পার্লার পরিচালনা করেন। জানা গেছে,  ছোটবেলায় যখন ইরাদ্রীকে বাড়ির পাশের নার্সারি স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়, তখন ভর্তির পরীক্ষা শেষে বেঞ্চ ছেড়ে উঠতে চায়নি সে।

আরোও পড়ুন : মালদ্বীপকে চাপে ফেলতে রণকৌশল, দ্বীপরাষ্ট্র ঘেঁষে নৌঘাঁটি তৈরী করছে ভারত! বড় প্ল্যান নৌসেনার

ইরাদ্রীর দাবি ছিল সে আরও পরীক্ষা দিতে চায়। এরপর কেজি শ্রেণীতে প্রবেশিকার প্রশ্নপত্র দেওয়া হলে অত্যন্ত ভালো নম্বর পায় সে। তারপর তাকে কেজিতে ভর্তি করে নেওয়া হয়। ইরাদ্রীর দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা ইংরেজি মাধ্যম স্কুলে। এরপর এই ছাত্র একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেয় দার্জিলিং পাবলিক স্কুল থেকে।

1707876392 জেইই

যদিও ইরাদ্রীর পরিবার স্কুলের থেকে কোচিংয়ের উপর গুরুত্ব বেশি দেয়। প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির কোচিংয়ের জন্য সকাল আটটার সময় বাড়ি থেকে বের হয়ে যায় ইরাদ্রী। ইরাদ্রী জানিয়েছে, তার বিশেষ আগ্রহ নেই রাজনীতিতে। মোমো তার প্রিয় খাবার। এই ছাত্রের পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর সুজয় ঘটক জানিয়েছেন, ‘‘আমার বন্ধুর বোনের ছেলে। ভাল ফল করেছে শুনে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম।’’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর