বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল ইরান। ভারতের পর ইরানের এই হামলায় রীতিমতো হতবাক পাকিস্তান সরকার। পাকিস্তানে ইরানের এই সার্জিকাল স্ট্রাইক ঘুম উড়িয়েছে সে দেশের সরকারের। ইরান মঙ্গলবার বেলুচিস্তানে বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এই ঘটনায় হতবাক হয়ে গেছে পাকিস্তান সরকার। ইরানের এই হামলায় বালুচিস্তানের বেশ কিছু সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এই হামলার প্রেক্ষিতে পাকিস্তান ইরানকে ভয়ংকর পরিণতির জন্য প্রস্তুত থাকতে বলেছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিমান হামলা চালানো হয়েছে বেলুচিস্তানে অবস্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটিতে।
আরোও পড়ুন: হঠাৎ ‘ওয়েদার চেঞ্জ’! বৃষ্টিতে ভিজবে দুই বঙ্গই, ঠান্ডা বাড়বে নাকি কমবে? দেখুন আজকের আবহাওয়া
পাকিস্তান নিজেও এই কথা স্বীকার করে নিয়েছে। এই হামলা প্রসঙ্গে পাকিস্তান বলেছে, ইরানের এই সার্জিক্যাল স্ট্রাইকে মৃত্যু হয়েছে দুজন নিষ্পাপ শিশুর। গুরুতরভাবে তিন মহিলা আহত হয়েছেন। ইরানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এর আগে পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বালাকোটে ২০১৯ সালে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে ইরানের এই হামলার বিষয় একটি পোস্ট করেছে। এই পোস্টে লেখা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা করছে পাকিস্তান। আন্তর্জাতিক আকাশ সীমা লঙ্ঘন করেছে ইরান। সহ্য করা হবে না দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা। ইরানকে পাকিস্তান হুমকি দিয়ে বলেছে যে এর ফল মারাত্মক হতে চলেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটে যদিও উল্লেখ করেনি ইরান ঠিক কোন জায়গায় এই হামলা চালিয়েছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার