বাংলা হান্ট ডেস্ক : প্রথম দেশে বেসরকারি উদ্যোগে রেল চালানো শুরু করেছিল আইআরসিটিসি।প্রথম যুদ্ধে নেমেই বাজিমাত করে ফেলেছে আইআরসিটিসি। বেসরকারি ভাবে তেজস এক্সপ্রেসের চলাচল শুরু হয়েছে দু মাস আগে থেকেই কিন্তু এর পর যাত্রীদের বিভিন্ন দিক থেকে সুবিধা দিতে এবং পরিষেবা উন্নত করার জন্য চেষ্টা চালাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন।
তাই এবার আরও এক অভিনব সুযোগ দিচ্ছে যাত্রীদের জন্য আর তা হল ই পে লেটার। অর্থাত্ এখন আর মানুষকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটতে হবে না, এমনকি তত্কালীন তাড়াহুড়ো করতে হবে না। পাশাপাশি টাকা মেটানোর প্রক্রিয়া যথেষ্ট সুবিধা যুক্ত হবে। অর্থাত্ এখন ই টিকিটের পেমেন্ট হয়ে যাবে অনলাইনেই।
এমনিতেই রেলের সমস্ত প্রক্রিয়া অনলাইনে করার জন্য অনেক দিন আগে থেকেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে। তাই তো বর্তমানে বিভিন্ন অ্যাপের সাহায্যে টিকিট কাটা যায় এবং অনলাইনে টিকিট কেটে তা নিজের অ্যাকাউন্ট থেকে টিকিটের দাম মেটানো যায়। তাঁর সঙ্গে এবার নতুন সংযোজন হচ্ছে ই পে লেটার, সম্প্রতি অর্থশাস্ত্র ফিন টেক প্রাইভেট লিমিটেড এবং আন্দুল টেকনোলজিসের যৌথ উদ্যোগে ই টিকিটের পেমেন্ট ই লেটারের মাধ্যমে হয়ে যাবে।
পুরো প্রক্রিয়াটি অনলাইনে করতে হবে আর তার জন্য অবশ্যই আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে লগিন করার পর পেমেন্ট অপশনে যেতে হবে। এরপর ই পে লেটার অ্যাকাউন্টে গিয়ে রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে ওটিপি পেলেই তার পর টিকিট বুকিং নিশ্চিত হবে। তবে শুধুমাত্র অনলাইনে যে পুরো প্রক্রিয়াটা হবে এমনটা নয় এর সঙ্গে সুদ ছাড়াই চৌদ্দ দিনের টিকিটের ধারও পাওয়া যাবে।
অর্থাত্ আপনি একটি টিকিট কেটে চোদ্দো দিনের মধ্যে যে কোনও সময়ে টাকা পেমেন্ট করতে পারবেন, যদিও তাঁর নির্দিষ্ট সীমা ধার্য করা হয়েছে।সর্বাধিক কুড়ি হাজার টাকা অবধি ধার পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা। অন্যদিকে আইআরসিটিসি র উদ্যোগে এ বার এক্সপ্রেস রেলের যাত্রীদের খাবারের দামের পরিবর্তন করা হয়েছে।
সাধারণ ট্রেনের ক্ষেত্রে ব্রেকফাস্ট লাঞ্চ ও ইভিনিং স্ন্যাক্সের দাম মিলিয়ে 65+120+50 মিলিয়ে 230 টাকা করে দিতে হবে। যদিও দুরন্ত এক্সপ্রেসের ক্ষেত্রে সেই দাম অনেকটাই পরিবর্তন করা হয়েছে।